সৌদিতে যান্ত্রিক জীবনে প্রশান্তির খোঁজে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আনন্দ ভ্রমণ

সালাহ উদ্দিন সোহেল, সৌদি আরব থেকেঃ
সৌদি আরবে রিয়াদের আল হায়ের পার্কে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে পরিবার নিয়ে আনন্দ ভ্রমণ ও পুরুষ্কারের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত রিয়াদের দক্ষিণে আল হায়ের পার্কে এই আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে আনন্দের মাত্রা বাড়াতে আয়োজন করা হয়েছিল কুইজ ও খেলা ধুলার। এ সময় খেলার বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন আয়োজকরা।
কর্ম ব্যস্ততার মাঝে এই আনন্দ ভ্রমণ কিছুটা সময়ের জন্য ভুলিয়ে দিয়েছিল কর্মময় যান্ত্রিক জীবনের নিষ্ঠুর সময়টাকে। সামান্য সুযোগ হলেই পরিবারসহ অনেক বাংলাদেশিরা যান্ত্রিক জীবনে প্রশান্তির খোঁজে ছুটে আসেন এ পার্কে। রিয়াদে অসংখ্য বিনোদনের জায়গা থাকলেও আল হায়ের পার্কটি পাহার ও ল্যাকের পানিতে বেড়ে ওঠা বিভিন্ন প্রজাতির মাছের জন্য মন কাড়ে।