সৌদি আরবে আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ৩৫৫ জন

সালাহ উদ্দিন সোহেল, সৌদি আরবঃ
মধ্যে প্রাচ্যর সবচেয়ে বড় শক্তিধর শ্রম বাজার সৌদিআরবে আজ বৃহস্পতিবার করোনা ভাইরাসে ৩৫৫ জন আক্রান্ত হয়ে নতুন রেকর্ড সৃষ্টি করে।
প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেলেও আজ অন্য দিনের তুলনায় অনেক বেশি হয়ে সৌদিতে রেকর্ড করেছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২৮৭ জন এবং দেশটিতে গত ২৪ ঘন্টায় ৩ জন করোনায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা ৪৪ জন। এখন পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা ৬৬৬ জন।
নতুন আক্রান্তদের মধ্যে মদিনাতে ৮৯ জন,রিয়াদে ৮৩ জন, মক্কাতে ৭৮ জন, জেদ্দাতে ৪৫ জন,
তাবুকে ২৬ জন, কাতিফে ১০ জন, ইয়ানবুতে ৪ জন,তায়েফে ৪ জন,দিরিয়াতে ৪ জন,আল হুফুফে ২ জন,ইনাযাতে ২ জন,খারিজে ২ জন,খামিশ মোশায়িতে ১জন,আহাদ রাপিদাতে ১ জন,বাইশাতে ১ জন,আল বাহাতে ১ জন,রিয়াদ আল খাবরাতে ১ জন নাজরানে ১ জন আক্রান্ত হয়।