সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাস্ট্রদূত গোলাম মসীহের হাতে সাংবাদিক হ্রদয়ের লেখা বই

স্টাফ রিপোর্টারঃ
রিয়াদ বাংলাদেশ দূতাবাসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেস উইংস এর এক বছর উপলক্ষে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাস্ট্রদুত গোলাম মসীহ এর সভাপতিত্বে প্রেস উইংস এর প্রেস সচিব ফখরুল ইসলামের সঞ্চালনায় কেক কেটে দিবসটি পালন করা হয়।
পরে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাস্ট্রদুত গোলাম মসীহ এর হাতে মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি নাট্যকার মোঃ জাহাংগীর আলম হ্রদয়ের লেখা কবিতার বই শুভেচ্ছা উপহার হিসেবে লেখক নিজেই তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলন দূতাবাসের উপমিশন প্রধান ডক্টর নজরুল ইসলাম ,কাউন্সিলর প্রধান ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ ,ইকোনমিক কাউন্সিলর ডক্টর আবুল হাসান , ডিফেন্স এটাচি বিগ্রেডিয়ার জেনারেল শাহ আলম চোধুরী , শ্রম কাউন্সিলর সারোয়ার আলম ,পাসপোর্ট সচিব কাজী নুরুল ইসলাম, প্রেস ২য় সচিব মোহাম্মদ বশির ,মোহাম্মদ শফিক সহ রিয়াদের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।