বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

 কাতারের শ্রম মন্ত্রণালয়ে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২১, ২০২৩
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

শ্রম বাজার সম্প্রসারণ ও শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ দূতাবাস, কাতারের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান আজ কাতারের শ্রম মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মুহাম্মদ হাসান আল উবাইদলি’র সাথে বৈঠক করেন। প্রথমে তিনি ‘ফিফা বিশ্বকাপ ২০২২’ সফলভাবে আয়োজনের জন্য কাতারের মহামহিম আমির ও কাতার সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে তিনি বিপুল সংখ্যক বাংলাদেশি দর্শকের বিশ্বকাপ উপভোগ ও সেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করার ব্যাপারে অবহিত করলে, জনাব উবাইদলি বিশ্বকাপে বাংলাদেশিদের সতঃস্ফূর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানান।

চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. রহমান শ্রম সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে বিশেষত ৬ষ্ঠ জয়েন্ট কমিটির মিটিংয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আলোকে কাতারের বিভিন্ন সেক্টরে দক্ষ ও পেশাদার জনশক্তি নিয়োগ করার বিষয় তুলে ধরেন। জবাবে জনাব আল উবাইদলি টুরিজম, মেডিকেল, হোটেল প্রভৃতি সেবামূলক খাতে বাংলাদেশ হতে নতুন জনবল নিয়োগে কাতার সরকার সহযোগিতা করবেন মর্মে জানান। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার স্বার্থে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য ভিসা অনুমোদনের অনুরোধ জানালে তিনি বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

কাতারের বিভিন্ন কোম্পানির কর্ণধার ও রিক্রুটমেন্ট এজেন্সির অংশগ্রহণে বাংলাদেশ দূতাবাস ও কাতারের শ্রম মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বাংলাদেশের দক্ষ জনশক্তি বিষয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স একটি সেমিনার করার প্রস্তাব রাখেন। জনাব আল উবাইদলি এ বিষয়ে ইতিাবাচক সাড়া দেন এবং লিখিত প্রস্তাবনা পেশ করার জন্য অনুরোধ করেন।

এছাড়া, চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশি কর্মীদের সার্বিক কল্যাণ নিশ্চিতের জন্যে কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স, দ্রুত সময়ে শ্রম বিরোধ নিষ্পত্তি, কর্মিদের মামলা চলাকালীন সাময়িক ওয়ার্ক পারমিটের ব্যবস্থা, মৃত কর্মীদের মৃত্যুজনিত ক্ষতিপূরণসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে কাতারের শ্রম মন্ত্রণালয়ের মিডিয়া মনিটরিং সেকশন প্রধান জনাব সালেম আহমাদ আল মারযুকি এবং বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জনাব তনময় ইসলাম ও দ্বিতীয় সচিব (এইচওসি) জনাব মোঃ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন