রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদি আরবে প্রবাসী এবং সৌদি নাগরিকদের জন্য ২৫০ মিলিয়ন রিয়ালের খাদ্য নামক কর্মসূচী চালু

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৪, ২০২০
news-image

সালাহ উদ্দিন সোহেল, সৌদি আরবঃ
মহামারী করোনা ভাইরাসের তান্ডবের কারনে কাজ কর্ম না থাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের মধ্যে এরি মধ্যে সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় (সাবেক শ্রম মন্ত্রণালয়) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে করোনার কারণে ক্ষতিগ্রস্থ সৌদি নাগরিক এবং প্রবাসীদের মধ্যে হতে যারা ন্যুনতম খাদ্য পাচ্ছেন না তাদের জরুরী খাদ্য সহায়তার জন্য প্রথম দফায় ২৫০ মিলিয়ন রিয়ালের “সকলের জন্য খাদ্য” নামক একটি কর্মসূচী চালু করেছে।

এই খাদ্য সহায়তা পৌছে দেয়ার জন্য সৌদি আরবের প্রতিটি অঞ্চলের নির্দিষ্ট সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনকে (জামইয়্যা খাইরিয়্যাহ) দায়িত্ব প্রদান করা হয়েছে। এসব সংগঠনের ফোন নাম্বার উল্লেখ করে, নির্ধারিত সময়ে সাহায্যের জন্য কল করতে বলা হয়েছে। এছাড়াও এই সহায়তা কার্যক্রমে অংশ নিতে চাইলে নির্দিষ্ট ব্যাংক একাউন্টে অর্থ জমা প্রদান করা যাবে মর্মে জানিয়েছে।

রিয়াদের অঞ্চলের প্রবাসীরা ফোন করুন জামইয়্যাতুল বির রিয়াদকে সকাল আট টা হতে দুপুর ২ টা পর্যন্ত। ফোনঃ ৯২০০০০৬৭৬

দাম্মাম, খোবার, আল হাসা, হাফারের প্রবাসীরা ফোন করুন মারকাজুল আমলিয়্যাত ওয়াল মুবাদারাত আল মুজতামাইয়্যাহ কে সকাল আট টা হতে বিকাল ৩ টা পর্যন্ত। ফোনঃ ৯২০০২৫০০৮, ০৫৫৫৭৬৮৫২৯

আর পড়তে পারেন