শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্ত্রীকে তালাক দিয়েও শান্তি পেলেন না জনি ডেপ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২, ২০১৯
news-image

বিনোদন ডেস্ক:
জনি ডেপ ও আম্বার হার্ডডেভি জোনসের সঙ্গে বারবার জিতে যেতেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ছবির দস্যু ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। কিন্তু ব্যক্তিজীবনে একটি ধস সামলাতেই হিমশিম খেতে হচ্ছে তাঁকে। স্ত্রীকে তালাক দিয়েও শান্তি পেলেন না ক্যাপ্টেন জ্যাক স্প্যারো ওরফে জনি ডেপ। সাবেক স্ত্রী আম্বার হার্ড তাঁর সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছেন। নির্যাতনের মিথ্যে অভিযোগ করায় এবার তাঁর বিরুদ্ধে পাঁচ কোটি ডলার মানহানির মামলা করলেন এই হলিউড তারকা।

গত বছর ডিসেম্বর মাসে আম্বার হার্ড ‘ওয়াশিংটন পোস্ট’-এ একটি নিবন্ধ লিখেছিলেন। সেখানেই উঠে আসে সাবেক স্বামীর হাতে তাঁর নির্যাতিত হওয়ার কথা। বিষয়টিকে ইস্যু করে সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন জনি। মামলায় বলা হয়েছে, মিস হার্ড তাঁর লেখায় একজন তারকাকে নির্যাতক হিসেবে তুলে ধরেছেন। সেখানে তিনি দাবি করেছেন, যৌন সহিংসতা নিয়ে মুখ খোলায় বিপদে পড়তে হয়েছে তাঁকে।

অন্যদিকে ডেপের আইনজীবী জানিয়েছেন, যদিও লেখার কোথাও ডেপের নাম উল্লেখ করা হয়নি। কিন্তু নিবন্ধটিতে তিনি নিজের ঘরে নির্যাতিত হওয়ার বর্ণনা দিয়েছেন। জনি ডেপ ছাড়া কে তাঁকে নির্যাতন করবেন?

জনি ডেপ মামলায় উল্লেখ করেছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে আম্বার মানুষের সহানুভূতি পাওয়া এবং নিজের ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। অথচ উল্টো আম্বার নিজেই জনির ওপর আক্রমণ করেছেন। জনির দাবি, দুজন পুলিশ কর্মকর্তা আম্বারের অভিযোগ মিথ্যে প্রমাণ করে দিয়েছেন। তা ছাড়া কিছু ক্যামেরার ফুটেজ বিষয়টিকে আরও পরিষ্কার করে দিয়েছে।

হলিউডের এই দুই তারকার জীবনে আলোচিত এই ঘটনাগুলো ঘটে ২০১৬ সালের ২১ মে। আম্বারের দাবি, জনি তাঁর গায়ে হাত তুলেছেন। জনির এক প্রতিবেশী জানিয়েছেন, তাঁরা খুব কাছাকাছি দাঁড়িয়ে উত্তপ্ত বাক্যবিনিময় করছিলেন। অন্যদিকে দুই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ২১ মে খুব ভালো করে তাঁরা আম্বারকে দেখেছেন। তাঁর গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখেননি তাঁরা। জনিদের বাড়ির তত্ত্বাবধায়ক এক নারী জানিয়েছেন, বাড়িতে থাকা একটি ক্যামেরা থেকে কিছু ভিডিও উদ্ধার করা হয়েছে। সেখানে আম্বারের হুইটনি হার্ডকে তিনি তাঁর বোন আম্বার হার্ডের গালে থাপ্পড় মারতে দেখেছেন।

বরং সাবেক স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আছে জনি ডেপের। আম্বার একবার এক গ্লাস ভদকা ছুড়ে মেরেছিলেন জনির গায়ে। হাত দিয়ে সেই গ্লাস ঠেকাতে গিয়ে তিনি আঙুলে আঘাত পেয়েছিলেন তিনি।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছোট পরিসরে নিজেদের বিয়ের অনুষ্ঠান করেছিলেন হলিউড তারকা জনি ডেপ ও আম্বার হার্ড। পরে জনির বাহামাস দ্বীপে হয় আরেকটি অনুষ্ঠান। ২০১১ সালে ‘রাম পাঞ্চ’ ছবির সেটে তাঁদের পরিচয়। গৃহবিবাদের জের ধরে ১৬ মাস সংসার করার পর ২০১৭ সালে বিচ্ছিন্ন হন এ দুই তারকা। দ্য ব্লাস্ট