স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের সুপারিশ করেছি: কুমিল্লায় সংস্কার কমিশন বদিউল আলম

স্টাফ রিপোর্টার:
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই গণ-আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের কথা মাথায় রেখেই আমরা একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের জন্য সংস্কার সুপারিশ করেছি।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার বার্ডে ময়নামতি মিলনায়তনে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ আয়োজিত ড্রিম মেগাসিটি কুমিল্লা ও এএইচকে স্যাটেলাইট সিটি বিষয়ে প্রণীত কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। পরে সাংবিদিকদের এসব বলেন।
সেমিনারে কার্যপত্রটি প্রণয়ন উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য, হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
তিনি বলেন, আমাদের রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করতে হবে। স্বৈরাচার ফ্যাসিস্ট যেন ফিরে এসে সংসদে আসন নিতে না পারে। আর রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। ওই দুর্বৃত্তরা যারা মানুষ খুন করেছে, যারা বিচারবহির্ভূত হত্যা করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে , যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তারা যেন কোন রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্ভুক্ত না হতে পারে। কোন রাজনীতিতে তারা যেন ভূমিকা রাখতে না পারে।
নির্বাচন সংস্কার কমিশন প্রধান আরও বলেন, ১৫০টির মতো সংস্কার সুপারিশ করা হয়েছে। গত তিনটি নির্বাচনে যে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, যে জালিয়াতির নির্বাচনে হয়েছে তার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছি। এ ছাড়া একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনতে আলাদা একটি কর্তৃপক্ষ গঠনেরও সুপারিশ করা হয়েছে।
সভায় ড. বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার কমিশন একটি স্বাধীন কর্তৃপক্ষের মাধ্যমে যেন প্রয়োজনীয় আসন বিন্যাস হবে প্রস্তাব করেছি। এর মধ্যে কুমিল্লা-৯ নির্বাচনি এলাকাও হতে পারে। তিনি অত্র এলাকার শিক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক মানের পরিবর্তন আনতে সেন্টার অব অ্যাক্সিলেন্স স্থাপনে প্রয়োজনীয়তা ও বাস্তবানের প্রস্তাব করেন।
সেমিনারে আরও বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রবীন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, বার্ডের অতিরিক্ত মহা পরিচালক ড. আবদুল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম,
এছাড়া কারিগরি মতামত দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রকৌশলী আবু সায়েম মজুমদার, জাতীয় সমবায় ইউনিয়নের সহ-সভাপতি অ্যাড. কাজী নাজমুস সাদাত, কুমিল্লা বাঁচাও মঞ্চের সভাপতি অ্যাড. গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাড. মোতালেব হোসেন মজুমদার।
কুমিল্লাবাসী বঞ্চনা প্রতিকারে ঐক্যবদ্ধ হউন-সোচ্চার হউন এই শ্লোগানে কুমিল্লা নগরী ও বিভিন্ন উপজেলার বিশিষ্টজনেরা সেমিনারে অংশ নেন। সেমিনারে আধুনিক কুমিল্লা সিটি করপোরেশনে এবং জেলার সামগ্রিক উন্নয়ন বিষয়ে প্রয়োজনীয়তা, পরিকল্পনা ও বাস্তবায়ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়।