স্বপনচারিনী
আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১, ২০১৯
এ কে সরকার শাওনঃ
অমন করে হাসো কেন?
চোখ ফেরানো দায়!
চোখের উপর চোখ পড়িলে,
মন হারিয়ে যায়!
নীলগগনে উড়ে বেড়াই
তোমায় পাশে নিয়ে!
পাগল মন নেচে উঠে
তোমার সাড়া পেয়ে!
আলোর ঝলকানিতে
ঝলমলিয়ে ভাসো;
কথামালার অবসরে
খিলখিলিয়ে হাসো!
তন্ময় হয়ে ভাবী আমি,
তুমি নারী নাকি পরী!
বিশ্বমাঝে তোমার রূপের,
পাই না খুঁজে জুড়ি!
মনে থাকো স্বপনে থাকো,
থাকো যখন যেথায় ধাই!
কেউ এসে ধ্যান ভাঙ্গিলে,
নিমিষেই নিঃস্ব হয়ে যাই!