স্বাস্থ্যখাত নিয়ে সংস্কার প্রস্তাব বিএনপির

স্বাস্থ্যখাত নিয়ে সংস্কার প্রস্তাব বিএনপির
বিএনপি ক্ষমতায় এলে ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির ভিত্তিতে উন্নত ও কল্যাণকামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্বাস্থ্যখাত সংস্কার বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. মোশাররফ হোসেন বলেন, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) বা অনুরূপ সর্বজনীন স্বাস্থ্যসেবা মডেল অনুসরণ করে সবার জন্য সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারিত করা হবে। এ লক্ষ্যে জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশের কম হবে না। প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। এছাড়া সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থাপনার আলোচনায় প্রায়ই বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের অধীনে রেজিস্টার্ড চিকিৎসকদের বিবেচনায় সব পরিকল্পনা ও নীতিমালা প্রণীত হয়। ফলে দেশে প্রচলিত ও ঐতিহ্যবাহী ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি ও কবিরাজি চিকিৎসা ব্যবস্থা উপেক্ষিত হয়। অতীতের এসব চিকিৎসা পদ্ধতির উন্নয়ন, আধুনিকায়ন ও বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে ড. মোশাররফ হোসেন স্বাস্থ্যখাতে বিগত ১৫ বছরের অনিয়ম ও করণীয় বিষয়ে আলোকপাত করেন। তিনি স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেন।
স্বল্পমেয়াদি প্রস্তাবনা (১-৩ বছর):
প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর দিয়ে ইউনিয়ন সাব-সেন্টার উন্নয়ন ও পর্যাপ্ত সংখ্যক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার গুণগত মান উন্নয়ন এবং কার্যকরী প্রাথমিক রেফারেল সেন্টার হিসেবে রূপান্তর।
প্রত্যেক নাগরিককে একজন সরকারি রেজিস্টার্ড চিকিৎসকের অধীনে রাষ্ট্রীয় খরচে সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা করা।
জেলা ও সদর হাসপাতাল এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ। কিডনি, ক্যানসার, হৃদরোগ, স্নায়ুরোগ চিকিৎসাসহ ২৪ ঘণ্টা হেল্পলাইন, জরুরি সেবা ও দ্রুত রোগী স্থানান্তর ব্যবস্থাপনা নিশ্চিত করা।
স্বাস্থ্যসেবায় ন্যায়বিচার নিশ্চিত করতে রোগী ও সেবা প্রদানকারীর জন্য সমতাভিত্তিক আইন প্রণয়ন।
মধ্যমেয়াদি প্রস্তাবনা (১-৫ বছর):
স্বাস্থ্য কার্ড প্রবর্তন ও এর মাধ্যমে সুবিধা প্রদান।
দীর্ঘমেয়াদি প্রস্তাবনা:
আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
স্বাস্থ্যশিক্ষা ও গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক চাহিদা পূরণে সক্ষমতা অর্জন।
স্বাস্থ্য পর্যটন উপযোগী আন্তর্জাতিক মানের স্বাস্থ্য পরিকাঠামো নির্মাণ।
ড. মোশাররফ হোসেন বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা ক্রমাগত বিশ্লেষণ, মূল্যায়ন ও পরিশীলনের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। তিনি আরও বলেন, জনকল্যাণমুখী রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবার মতামতকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।