শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পুতুল-জয়ের বিপক্ষে লড়বেন নুর

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২১, ২০২০
news-image

তারিক চয়ন, ফেসবুক থেকে:

ঢাকা-১৮ আসনের প্রয়াত এমপি অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুর পর শূন্য আসনটিতে অনুষ্ঠেয় উপনির্বাচনে আওয়ামীলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল কিংবা পুত্র সজীব ওয়াজেদ জয়কে মনোনয়ন দিলে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতে পারেন ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর।

নুরুল হকের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর যুগ্ম আহবায়ক মোঃ সোহরাব হোসেন ফেসবুকে লিখেছেনঃ

‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা থাকলে ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা -১৮ আসনে প্রতিদ্বন্দ্বীতা করার সম্ভাবনা রয়েছে। এবিষয়ে ছাত্র অধিকার পরিষদে সিনিয়র নেতাদের সাথে আলোচনা চলতেছে। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাই সাংগঠনিকভাবে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’

সোহরাব একটি অনলাইন পত্রিকাকে বলেন, ‘ঢাকা-১৮ সংসদ উপনির্বাচনে আওয়ামী লীগ যদি শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে মনোনয়ন দেয়, তাহলে সায়মা ওয়াজেদ পুতুলের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতে পারে ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর।’

এছাড়াও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক আহসান হাবিব সবুজ আজ ফেসবুকে এক পোস্টে এ সম্ভাবনার কথা প্রকাশ করেছেন। সবুজের পোস্টটি হুবহু দেয়া হলোঃ

“ঢাকা-১৮ সংসদ উপনির্বাচনে আওয়ামীলীগ যদি শেখ হাসিনার কন্যা, সায়মা ওয়াজেদ পুতুলকে/পুত্র সজীব ওয়াজেদ জয়কে মনোনয়ন দেয়, তাহলে সায়মা ওয়াজেদ পুতুলের/সজীব ওয়াজেদ জয়ের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতে পারে ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুলহক নুর।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিনিয়র নেতৃত্ববৃন্দের মধ্যে আলাপ আলোচনা চলছে। শুভকামনা রইল ভিপি নুরুলহক নুরের প্রতি।”

আর পড়তে পারেন