হাজীগঞ্জে নানা অপকর্মে জড়িত ভুয়া সমন্বয়ক সানি : পরিচয় দিচ্ছেন শিবিরের কর্মী
হাজীগঞ্জে নানা অপকর্মে জড়িত ভুয়া সমন্বয়ক সানি : পরিচয় দিচ্ছেন শিবিরের কর্মী
আব্দুর রহমান সানি, যিনি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন, আসলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই নন। তিনি সরকারি তিতুমীর কলেজে ভর্তি হয়েছিলেন কিন্তু পড়াশোনা চালিয়ে যাননি। বিভিন্ন সময়ে ভুয়া পরিচয়ে চলাফেরা করে প্রতারণা করেছেন এবং অপহরণ মামলা, নবজাতকের মৃত্যু ধামাচাপা, চাঁদাবাজি ও সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করার মতো অপরাধে জড়িত ছিলেন। তিনি আওয়ামী লীগের পক্ষে কাজ করলেও বর্তমানে নিজেকে শিবিরের কর্মী হিসেবে পরিচয় দেন। সানি তার ক্ষমতার প্রভাব দেখাতে ইউএনও ও ওসির নাম ব্যবহার করে মানুষকে ভয় দেখাতেন। যা তাকে নিয়ে এলাকায় বিতর্কের সৃষ্টি করেছে।
ভুয়া পরিচয়ে চলাফেরা : আব্দুর রহমান সানি, যিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নন। তিনি ২০২০ সালে সরকারি তিতুমীর কলেজে ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্সে ভর্তি হন। তার রেজিস্ট্রেশন নম্বর ১৯২০৩০৭২৪০৮, এবং তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হলেও, সূত্র মতে, ভর্তি হওয়ার পর তিনি আর পড়াশোনা করেননি। এই বিষয়ে কথিত সমন্বয়ক সানি বলেন, আমি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হইনি। আমি তিতুমীর কলেজে পড়াশোনা করি। মাঝখান দিয়ে পড়াশোনা বন্ধ হয়েছে এখন আবার কন্টিনিউ করি।
একজন শিক্ষার্থী প্রতিনিধি যখন নিজের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে মিথ্যাচার করেন, তখন তার নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে। সানি বিভিন্ন জায়গায় ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে নিজের পরিচয় গড়ে তুলেছেন। এমন একজন ব্যক্তি কিভাবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারেন? অপহরণ মামলায় জেল হাজত : ২০১৯ সালের ১৭ জানুয়ারি হাজীগঞ্জ থানায় মোঃ গোলাম মাওলা পাটোয়ারী নামে এক ব্যক্তি নারী অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার এজাহারে আব্দুর রহমান সানিকে দ্বিতীয় আসামি করা হয়। ২৩ জানুয়ারি পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করলে, তিনি জেল হাজতে প্রেরিত হন। ২৩ দিন জেলে থাকার পর জামিনে মুক্তি পান। পরবর্তীতে ২০২৪ সালে এই মামলা থেকে অব্যাহতি পান তিনি।
নবজাতকের মৃত্যুর ঘটনা ধামাচাপা : চলতি বছরের গত ১৭ আগস্ট হাজীগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার ত্রুটিতে এক নবজাতকের মৃত্যু হয়। সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে সানি ও তার সহযোগীরা সাংবাদিকদের লাঞ্ছিত করে এবং তাদের সেখান থেকে চলে যেতে বাধ্য করে। সাংবাদিকদের চলে যাওয়ার পর নিয়ম নীতি ও আইনের তোয়াক্কা না করে স্পর্শকাতর এই ঘটনাকে ধামাচাপা দেয় সে ও তার সঙ্গীরা। ক্ষমতার অপব্যবহার করে নিয়ম নীতি তোয়াক্কা না করে বিশেষ সুবিধার মাধ্যমে একজন নবজাতক মৃত্যুর ঘটনাকে ধামাচাপা দিয়ে পরিবারটিকে আইনি সহায়তা থেকে বঞ্চিত করেছে কথিত সমন্বয়ক সানি।এ বিষয়ে কথিত সমন্বয়ক সানি বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা ও আমি কোন সাংবাদিককে হেনস্থা করিনি।
সন্ত্রাসী কায়দায় বিল্ডিং দখল : হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে অবস্থিত কাজলী ম্যানশনের মালিকানা নিয়ে আদালতে বিচার কাজ চলমান রয়েছে। আদালতে বিচারাধীন ওই কাজলী ম্যানশন দখল করতে গত ১৬ অক্টোবর রাতে সেখানে যায় কথিত সমন্বয়ক সানি ও কয়েকজন শিক্ষার্থী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি বেধে গেলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। এ বিষয়ে কাজলী ম্যানশন এর মালিকানা দাবি করা কাজলী বেগম সাংবাদিকদের বলেন, সানি আমার কাছে এসেছে বলে কাজলি আপা আামকে ১০ লক্ষ টাকা দেন। আমি আপনার জায়গাটা দখল করে দেই। টাকা না দেওয়াই শিক্ষার্থী নিয়ে সেই জায়গাটি দখল করতে এসেছে। আর এই বিষয়ে সানি বলেন, আমি শুনেছি ১০ লক্ষ টাকা লেনদেন হয়েছে। কিন্তু কারা করছে আমি তা জানি না। দেশে আইন- আদালত প্রশাসনিক ব্যবস্থা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের নিয়ে রাতের বেলায় একটি জায়গা দখল করতে যাওয়া শিক্ষার্থীসুলভ আচরণ নয় বলে মনে করছেন স্থানীয়রা। তারা মনে করছেন এই ঘটনায় শিক্ষার্থীদের ব্যবহার করে কেউ অর্থনৈতিক ফায়দা লুটার চেষ্টা করেছে। আর অভিযোগের তীর সানির দিকেই।
আওয়ামী লীগের দোসর থেকে শিবির কর্মী : আব্দুর রহমান সানি, যিনি বর্তমানে নিজেকে শিবিরের কর্মী হিসেবে পরিচয় দেন। অতীতে আওয়ামী লীগের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার ফেসবুক প্রোফাইলে দেখা যায়, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগ সরকার ও এর বিভিন্ন এমপি-মন্ত্রীদের গুণগান করে একাধিক পোস্ট দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ রাসেল ও আওয়ামী লীগের নেতাদের প্রশংসায় ভরা তার পোস্টগুলো সেদিকেই ইঙ্গিত করে। অথচ, সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় সানি নিজেকে শিবিরের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছেন। অনেকেই মনে করছেন, ছাত্র আন্দোলনকে বিতর্কিত করতে এবং ছাত্র প্রতিনিধিদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সানি আওয়ামী লীগের হয়ে কাজ করছেন। তার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে হাজীগঞ্জের ছাত্র প্রতিনিধিদের সম্মানহানি ঘটেছে, যা ছাত্র আন্দোলনের জন্য হুমকিস্বরূপ। সানির এই দ্বিমুখী ভূমিকা ও উদ্দেশ্য নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা চলছে।
এক লক্ষ ১৮ হাজার টাকা চাঁদাবাজি : সরকার পতনের পরের পরিস্থিতিতে সানি ও তার সহযোগীরা হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের কাছ থেকে ১ লক্ষ ১৮ হাজার টাকা সংগ্রহ করেন। তারা দাবি করেন, এই অর্থ জনসচেতনতা তৈরির জন্য মাইকিংয়ে ব্যয় করা হয়েছে। তবে অনেকেই এটাকে চাঁদাবাজি হিসেবে দেখছেন এবং এর বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। এই বিষয়ে সানি বলেন, ৫ই আগস্টের পরে দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে। সেটি থামানোর জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে মাইকিং করা হয়। মাইকিং খরচ, ভাড়া, শিক্ষার্থীদের খাবার খরচ বাবদ ইউএনও স্যারের কাছে টাকা চাওয়া হয়। পরে ইউএনও স্যারের মাধ্যমে চেয়ারম্যানদেরকে বলে প্রত্যেক ইউনিয়ন থেকে ১০ হাজার টাকা করে তোলা হয়। শুধুমাত্র ৪নং কালচোঁ ইউনিয়নে ৮ হাজার টাকা দেওয়া হয়। সবমিলিয়ে এক লক্ষ আঠার হাজার টাকা তোলা হয়।
প্রশ্ন উঠেছে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে চেয়ারম্যানদের কাছ থেকে টাকা তোলা ও চাঁদাবাজির মধ্যে পড়ে। শিক্ষার্থী পরিচয় দিয়ে তারা আদৌ কি চেয়ারম্যানের কাছ থেকে এই ১০ হাজার টাকা করে তোলার নৈতিক দায়িত্ব বা অধিকার রাখে কিনা? এ নিয়েও প্রশ্ন উঠেছে।
সরকারি কর্মকর্তা ও পুলিশ লাঞ্ছনা : সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে অভিযুক্ত সানির বিরুদ্ধে। গত ১৫ই আগস্ট উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের ভূমি অফিসে সানি ও তার সহযোগীরা ঢুকে একজন ভূমি কর্মকর্তাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেন। এই ঘটনা ফেসবুক লাইভে প্রচারিত হয়। যেখানে দেখা যায় তারা ওই কর্মকর্তার পকেট পর্যন্ত তল্লাশি করছেন। এ ধরনের অপমানজনক কর্মকাণ্ডে স্থানীয় প্রশাসনও বিব্রত। এই বিষয়ে ভূমি কর্মকর্তা বলেন, আমার পকেটে টাকা ছিলো নিজের। কিন্তু তারা এসে নানা কথা বার্তা বলছে। যা পুরাই মিথ্যা।
ইউএনও ও ওসির নাম ব্যবহার : নিজেকে প্রভাবশালী হিসেবে জাহির করতে সানি নিয়মিত ইউএনও এবং ওসির নাম ব্যবহার করতেন। প্রশাসনিক যে কোন অনুষ্ঠানেই উপস্থিত থাকতেন।দিতেন দীর্ঘ সময় ধরে বক্তব্য। উপজেলা ও পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর নানা অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন সময় ইউএনও এবং ওসির নাম নিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাতেন এবং তাদেরকে শাসন করতেন। আর এর ফলে নিজেকে তিনি মনে করতেন মহা ক্ষমতাধর ব্যক্তি। তাই যাকে খুশি তাকেই অপমান অপদস্ত করতেন। ইচ্ছে হলে দিতেন ওসি কিংবা ইউএনও কাছে অভিযোগ দেওয়ার হুমকি। এই বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইর্নচাজ (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যৎ। তাদের সমাজের জন্য রাষ্ট্রের জন্য অনেক কিছু করার আছে। তাই শিক্ষার্থীদের পাশে সব সময় আমরা আছি থাকবো। কিন্তু আমাদের নাম পরিচয় ব্যবহার করে কোন শিক্ষার্থী যদি ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করে। কিংবা কাউকে ভয় ভীতি প্রদর্শন করে। অবশ্যই আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, বাস্তবতা সবই তো আপনারা জানেন। আমি তো কাউকে বলিনা আমার নাম ব্যবহার করে কোন অপকর্ম করো। তবে কেউ যদি আমার নাম ব্যবহার করে কোন অপকর্ম করে তাহলে আমি অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ সকল কর্মকাণ্ডের কারণে আজ আব্দুর রহমান সানির পরিচয় একটি প্রতারণামূলক চরিত্রে রূপান্তরিত হয়েছে। তার মিথ্যাচার ও অপরাধমুলক কর্মকাণ্ড হাজীগঞ্জ উপজেলায় ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য যে, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার নরহরিপুর গ্রামের আহসান হাবীবের ছেলে আব্দুর রহমান সানি। বর্তমানে সে হাজীগঞ্জে বসবাস করে আসছে।