হামলা ও মা-মেয়ের শ্লীলতাহানি, চারদিনেও মামলা নেয়নি পুলিশ

ডেস্ক রিপোর্টঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পাপুয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ঘরে ঢুকে প্রকাশ্যে হামলা, মারধর, মা-মেয়ের শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বখাটে আনোয়ার, সারোয়ার ও কাউসারের বিরুদ্ধে। এদিকে ঘটনার ৪ দিন পরেও মামলা রেকর্ড করেনি পুলিশ।
সন্ত্রাসীদের হামলায় আহত মা ও মেয়ে বজরা হাসপাতালে চিকিৎসার পর এখন বাড়িতে আছেন।
এর আগে, গত শুক্রবার (২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এঘটনায় থানায় ভুক্তভোগী পরিবার বাদী হয়ে গত ২ অক্টোবর অভিযোগ দায়ের করলেও পুলিশ ৪ দিন পরেও মামলা রেকর্ড করেনি বলে অভিযোগ করেছেন তারা। এদিকে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, ঘটনাটি আমার জানা নেই। আমি খোঁজ খবর নিচ্ছি। চার দিন পরেও কেন মামলা রেকর্ড হয়নি এমন প্রশ্নের জবাবে ওসি কোনো সদুত্তর দিতে পারেননি।