হামলা-মারধরে জর্জরিত নৌকার সমর্থক ও নেতাকর্মীদের দেখতে গেলেন রাজী ফখরুল

নির্বাচনী পরবর্তী সময়ে কুমিল্লা -৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে নৌকায় ভোট দেওয়ার ফলে হামলা ও মারধরের শিকার নৌকার নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
বৃহস্পতিবার তিনি উপজেলা জুড়ে ঘুরে নেতাকর্মীদের খোঁজ খবর নেন এবং যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকার আশা ব্যক্ত করেন। এ সময় জেলা উত্তর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশান আলী মাষ্টারসহ কুমিল্লা উত্তরজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক লিটন সরকার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় নির্বাচন পরবর্তীতে দেবীদ্বার উপজেলাজুড়ে হামলা ও মারধরের শিকার হন নৌকা সমর্থক ও নেতাকর্মীরা।