শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হেলসের দিকে তেড়ে গিয়ে শাস্তি পেলেন তামিম ইকবাল

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১০, ২০২৫
news-image

হেলসের দিকে তেড়ে গিয়ে শাস্তি পেলেন তামিম ইকবাল

ডেস্ক রিপোর্ট:

বিপিএল-এর রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচের পর দুই দলের ওপেনার তামিম ইকবাল ও অ্যালেক্স হেলসের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ম্যাচ শেষে তামিম বারবার হেলসের দিকে তেড়ে যান। পরে একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তামিমের বিরুদ্ধে অভিযোগ করেন ইংলিশ ব্যাটার হেলস।

মাঠে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তামিম ইকবালকে লঘু শাস্তি দেওয়া হয়েছে। ম্যাচ রেফারির দায়িত্বে থাকা নিয়ামুর রশিদ রাহুল জানিয়েছেন, তামিমকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে এবং তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

ম্যাচ রেফারি গণমাধ্যমকে বলেন, “আম্পায়ারদের প্রতিবেদন ও প্রমাণের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম অভিযোগ স্বীকার করায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।” তবে বিসিবি থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ম্যাচ শেষে অ্যালেক্স হেলস একটি টিভি চ্যানেলে বলেন, “আমার মনে হয়, ম্যাচ হেরে তামিম হতাশ ছিল। সে এসে আমাকে বলল, ‘আমি যদি কিছু বলি, সেটা যেন সামনে এসে বলি।’ অথচ আমি তাকে কিছু বলিনি। তামিম ২০২১ সালে আমার বিয়ার পান করার কারণে পাওয়া নিষেধাজ্ঞার বিষয়টি তুলে আনে। এটি একেবারেই ব্যক্তিগত আক্রমণ ছিল, যা খুবই বিব্রতকর।”

আর পড়তে পারেন