সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হোম সার্ভিস নিয়ে বান্দরবান যাচ্ছে কুমিল্লার প্রতিবিম্ব

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৮, ২০২০
news-image

 

তানজিনা রুমকীঃ

“জঙ্গি-অবক্ষয়-দূর্নীতি
মানবে না এ সংস্কৃতি”

এই শ্লোগানে সারাদেশে শুরু হয়েছে জাতীয় নাট্যোৎসব ২০২০।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান আয়োজিত উৎসবের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২ ফেব্রুয়ারী থেকে ২৯ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই নাট্যোৎসব।

উক্ত উৎসবে আগামী ২০ ফেব্রুয়ারিতে কুমিল্লার প্রতিবিম্ব থিয়েটার এর নাটক “হোম সার্ভিস” মঞ্চস্থ হবে বান্দরবান জেলা শিল্পকলা একাডেমিতে। নাটকটি রচনা করেছেন জায়েদ আলম, নির্দেশনায় ছিলেন নন্দন ভৌমিক, শব্দ নির্দেশনায় আশিক পায়েল।

অভিনয় করবেন কুমিল্লার নাট্যগুরু শাহজাহান চৌধুরী, মাহফুজুর রহমান বাবুল, পূজা, ইমরান, জ্যোতিরময়, নন্দন ভৌমিক, নিহা, হাফিজ,চৈতী প্রমূখ।

আর পড়তে পারেন