হ্যাজার্ডের জোড়া গোলে রাশিয়াকে হারাল বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক :
ইউরো ২০২০ বাছাইপর্বে এডেন হ্যাজার্ডের জোড়া গোলে রাশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে বেলজিয়াম। রাশিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন দেনিস চেরিশেভ।
বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠ ব্রাসেলসের হেইসেল স্টেডিয়ামে রাশিয়াকে আতিথেয়তা দেয় বেলজিয়াম। ম্যাচের ১৪ মিনিটেই মিডফিল্ডার ইউরি টিলেমনসের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। এগিয়ে যাওয়ার দুই মিনিট পরই গোলরক্ষক থিব কোর্তোয়ার ভুলে রাশিয়াকে সমতায় ফেরান দেনিস চেরিশেভ।
বিরতির আগে পেনাল্টি থেকে গোলটি করেন চেলসিতে খেলা এডেন হ্যাজার্ড। আর ম্যাচের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে নিজের জোড়া গোল পূর্ণ করেন হ্যাজার্ড।