১৬ বছর পর গৌরীপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
১৬ বছর পর দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার(২১ জুন) বিকেলে গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা সম্মেলনস্থলে উপস্থিত হতে দেখা যায়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসেম চেয়ারম্যান।
গৌরীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার, মো: শাহ আলম চেয়ারম্যান, মোঃ কামাল হোসেন ও এনামুল হক সফর তালুকদার।
সম্মেলনে সভাপতিত্ব করেন গৌরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান খোকন।
দলীয় সূত্র জানায়, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে প্রার্থী হয়েছেন ৫ জন। ইউনিয়ন বিএনপির সভাপতি পদে বর্তমান আহ্বায়ক আক্তারুজ্জামান খোকন , সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ২ জন। প্রার্থীরা হলেন, বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ ইসমাইল ও সদস্য মহিউদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে একমাত্র প্রার্থী মনির হোসেন।
এর আগে গৌরীপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন হয়েছিল ২০০৯ সালের ৪ নভেম্বর।