শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

২০২৫ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১২, ২০২৪
news-image

২০২৫ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী বছরের ১০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।

রুটিন অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১০ এপ্রিল থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে। তত্ত্বীয় পরীক্ষা নির্ধারিত তারিখ অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১০ মে থেকে শুরু হয়ে ১৮ মে-এর মধ্যে শেষ করতে হবে।

পরীক্ষার্থীরা পরীক্ষার সময় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।