শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সমস্যায় জর্জরিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৮, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
সমস্যায় জর্জরিত হয়ে আছে দেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। বিশুদ্ধ পানি, স্বাস্থ্যকর শৌচাগার, খেলার মাঠ, পরিবহন সংকটসহ নানা সমস্যায় ভুগছে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রায় ২৫ হাজার শিক্ষার্থী, শিক্ষক। দ্রুত এসব সমস্যার সমাধান চান তারা।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, ক্যাম্পাসে বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। স্বাস্থ্যকর শৌচাগার নেই। দুর্গন্ধ, অপরিচ্ছন্ন ও স্যাঁতস্যাঁতে অবস্থায় পুরনো শৌচাগারগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে আছে।

দর্শন বিভাগের শিক্ষার্থী সাইফ আল সুজন বলেন, সপ্তাহে পাঁচ দিনই বাস সঙ্কট থাকে। বাসের অবস্থাও শোচনীয়। সময়ের ঠিক নেই, কখনো কখনো চলতে চলতেই বাস বন্ধ হয়ে যায়। আমাদের জন্য আরো কিছু বাস দরকার।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ঝন্টু চন্দ্র দাস বলেন, খেলাধুলায় আমরা অনেক পিছিয়ে আছি। এর অন্যতম কারণ খেলার মাঠ। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত খেলার মাঠ নেই। খেলাধুলার সুযোগ না পাওয়ায় শিক্ষার্থীরা মাদক ও অপরাধে জড়িয়ে পড়ছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে রাখা উচিৎ।

রসায়ন বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান রিপা বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী ১৩ হাজারের বেশি। সে তুলনায় পর্যাপ্ত কমন রুমের ব্যবস্থা নেই। যেগুলো আছে, সেগুলোর পরিবেশ খুবই নিম্ন মানের। প্রতিটি বিভাগের জন্য আলাদা কমন রুমের ব্যবস্থা করা দরকার।

কলেজ বিতর্ক পরিষদের অর্থ ও পরিকল্পনা সম্পাদক আবদুস সামাদ বলেন, কলেজে ক্লাস চলার সময়ে বহিরাগতদের আনাগোনা বেশি থাকে। অনেক সময় তাদের জন্য আমাদেরই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এমনকি নিরাপত্তার অভাবও অনুভব করি আমরা।

শিক্ষার্থীদের এতো এতো অভিযোগ শুনে ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রতন কুমার সাহা বলেন, শিক্ষার্থীদের এসব সমস্যার বিষয়ে আমরা জানি। একদিনেই তো সব সমস্যার সমাধান হবে না। ধীরে ধীরে কলেজের সব সঙ্কট দূর করা হবে।

আর পড়তে পারেন