শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫০ হলেই যথেষ্ট!

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১০, ২০১৬

mehedi hasanক্রীড়া প্রতিবেদক : যুব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টসের সময় বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, ২৫০ রান হলেই দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারবে বাংলাদেশ। ম্যাচ শেষে মিরাজের কথাই সত্যি প্রমাণিত হয়। ২৫০ রানের থেকেও ১০ রান কম নিয়ে দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশ হারিয়ে দেয় ৪৩ রানে। ১৯৭ রানে গুটিয়ে দেয় প্রোটিয়া যুবাদের।

বৃহস্পতিবার বাংলাদেশ দল খেলবে ছোট্ট ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ। আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলবে বাংলাদেশের যুবারা। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, আগে ব্যাটিং করে ক্যারিবীয়নাদের বিপক্ষে ২৫০ রানের পুঁজি যথেষ্ট!

মিরাজের ভাষ্য, ‘আমরা যদি আগে ব্যাটিং করি তাহলে আমাদের ২৫০ রান করার লক্ষ্য থাকবে। আমাদের দলে বেশ ভালো মানের বোলার আছে। আমার মনে হয় বোলারদের জন্য ২৫০ রান ভালো স্কোর।’

বিশ্বকাপের শুরু থেকেই বাংলাদেশ দারুণ বোলিং করে আসছে। পেসার মোহাম্মদ সাইফউদ্দিন বল হাতে শুরুতেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিচ্ছেন। মধ্যভাগে স্পিন অ্যাটাকে জাদু ছড়াচ্ছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও সালেহ আহমেদ শাওন। এ ছাড়া আরিফুল ইসলাম জনি, সাইদ সরকারও দলের জয়ে অবদান রাখছেন। পেসার মেহেদী হাসান রানা কোয়ার্টার ফা্ইনালের ম্যাচটি খেলেই প্রশংসা কুড়াচ্ছেন। বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ২১১ রান করেছে নেপাল। এ ছাড়া অন্যান্য তিন দল দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড ও নামিবিয়া করেছে যথাক্রমে ১৯৭, ১৪২ ও ৬৫।

নিজেদের বোলিং আক্রমণ নিয়ে মিরাজ বলেন, ‘আমাদের দলে বেশ ভালো স্পিনার আছে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের সম্পর্কে জানি তারা কী করতে পারে। আমরা আমাদের স্পিনাদের সঙ্গে আলোচনা করেছি। আমার কাছে মনে হয়, স্পিনাররা ভালো বোলিং করলে ওরা দাঁড়াতে পারবে না। পেসাররা খুব ভালো বোলিং করবে। আমরা বিশ্বাস করি আমরা ওদের বোলিং দিয়ে বেশ ভালো চ্যালেঞ্জ জানাতে পারব।’

আর পড়তে পারেন