বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর নামেই প্রতি বছর বিপিএল হবে: পাপন

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১২, ২০২০
news-image

 

স্পোর্টস ডেস্ক;

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বঙ্গবন্ধু বিপিএল যেটা আমরা নাম দিয়েছিলাম এবার। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা কনটিনিউ করব। বিপিএলের নাম বঙ্গবন্ধু বিপিএলই থাকবে।

বিসিবি সভাপতি আরও বলেন, এই বছর তো বটেই, এটা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বছর এই সময়ে এসে তো বাদ দেবার প্রশ্নই উঠে না। বিপিএলের নাম যে ‘বঙ্গবন্ধু বিপিএল’ দেয়া হয়েছে সেটাই থাকবে। আমাদের ইচ্ছা হলো স্থায়ীভাবে এই নামটাই রেখে দেয়া।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবছর বিপিএলের সব খরচ বহন করছে বিসিবি। এবার নেই কোনো ফ্রাঞ্চাইজি। সব দলের মালিকানা ক্রিকেট বোর্ডের। সব ক্রিকেটারদের খরচ বহন করছে বিসিবি।

আগামী বছরে ফ্র্যাঞ্চাইজি সিস্টেমে ফিরবে কিনা জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ফ্র্যাঞ্চাইজি থাকেব। তাতে কোন সমস্যা নেই। তবে নামটা স্থায়ীভাবে বঙ্গবন্ধু বিপিএলই থাকবে।

আর পড়তে পারেন