শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

২৭ বছর পর চৌদ্দগ্রামের কনকাপৈত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২২, ২০২৫
news-image

২৭ বছর পর চৌদ্দগ্রামের কনকাপৈত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল

স্টাফ রিপোর্টার:

বৃহস্পতিবার বিকাল ৩টায় চৌদ্দগ্রামের কনকাপৈত ইসলামী সমাজ কল্যান পরিষদের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। দীর্ঘ ২৭ বছর পর অনুষ্ঠিত মাহফিলকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সমাজ কল্যানের নেতৃবৃন্দ। অন্তত ১০ হাজার মানুষের ধারনক্ষমতা সম্পন্ন প্যান্ডেল তৈরি শেষ পর্যায়ে।

এ উপলক্ষে বুধবার দুপুরে মাহফিলস্থলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার জানান, তাফসির মাহফিলের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, প্রধান বক্ত্যা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আব্দুল্লাহ আল আমিন, বিশেষ বক্ত্যা আরেক খ্যাতিসম্পন্ন আলোচক সাদিকুর রহমান আল আজহারীকে বরণ করে নিতে প্রস্তুত কনকাপৈত ইউনিয়নবাসী।

এছাড়াও সমাবেশে ইসলামী সংগীত পরিবেশন করবেন স্বর্ণপদকপ্রাপ্ত ইসলামী সংগীত শিল্পী ওবায়েদুল্লাহ তারেক, দেশখ্যাত ইসলামী সংগীত শিল্পী মশিউর রহমান। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন গ্রামের অন্তত পনের হাজার মানুষ উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে মাওলানা নুর আহাম্মদ, মাওলানা আমিনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মোঃ লিটনসহ কনকাপৈত ইসলামী সমাজ কল্যান পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আর পড়তে পারেন