২ দিন ধরে নিখোঁজ বরুড়ার মাদ্রাসা ছাত্র

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের নলুয়া গ্রামের যোগী বাড়ির মোঃ তানভীর হোসেন (১২) নামের এক মাদ্রাসা ছাত্র দু’দিন ধরে নিখোঁজ রয়েছে। সে ঝলম ইউনিয়নের মেড্ডা মাদ্রাসার ছাত্র।
সে নলুয়া গ্রামের যোগী বাড়ির প্রবাসী মোঃ সেলিমের পুত্র। গত ২ জানুয়ারি নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরনে লুঙ্গি, নীল টিশার্ট আর মাথায় টুপি ছিল। তার নিখোঁজ হওয়ায় পরিবার ও আত্মীয়স্বজনেরা দুশ্চিন্তায় রয়েছেন।
কোনো সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ জানলে নিচের ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
মেসার্স ভূইয়া ফার্মেসী
প্রোঃ মোঃ আবুল ফারাহ্ ভূইয়া,
নলুয়া উত্তর পাড়া ভূইয়া মার্কেট, নলুয়া, বরুড়া, কুমিল্লা।
মোবাইলঃ- ০১৮১৯- ০০৫৩৪৬