সোমবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৩৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে দাউদকান্দি পৌরসভা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৩০, ২০২৪
news-image

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

নিজস্ব উৎসের ওপর ভর করে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩৫ কোটি ৩১ লাখ ৪৮ হাজার ৬০৪ টাকার বাজেট ঘোষণা করেছেন দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন । রবিবার দুপুর সাড়ে ১২টার সময় পৌরসভার সভাকক্ষে এবাজেট ঘোষণা করেন তিনি। তবে গত বছরের তুলনায় এবার বাজেটের আকার কমেছে।

এবারের বাজেটে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা। উদ্ধৃত দেখানো হয়েছে ৪ কোটি ৪৩ লাখ ৮৮ হাজার টাকা।

বাজেটে রাজস্ব আয় ১১ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৯৫৯ টাকা এবং রাজস্ব ব্যয় ৮ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা দেখানো হয়েছে। উন্নয়ন আয় দেখানো হয়েছে ২৪ কোটি ৭ লাখ ৩২ হাজার ৬৩৪ টাকা এবং উন্নয়ন ব্যয় ২২ কোটি ২ লাখ টাকা।

মেয়র নাইম ইউসুফ সেইন বলেন, দাউদকান্দি পৌরসভাকে একটি নান্দনিক, যানজটমুক্ত সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে পৌরসভা প্রশাসন কাজ করছে। পৌরসভার বিভিন্ন উন্নয়ন এখন দৃশ্যমান। উন্নয়ন কর্মকাণ্ডের স্বার্থে বিভিন্ন দাতা গোষ্ঠী, সরকার এবং পৌরবাসীর সহযোগিতা কামনা করে তিনি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, সকলের সার্বিক সহযোগিতায় আগামী ২০২৪- ২৫ অর্থবছরে ঘোষিত বাজেট অনুযায়ী পৌরসভার সকল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ।

বাজেট সভায় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান, হিসাব রক্ষক মোঃ শাহাদাত হোসেন, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাভলী আক্তার, কাউন্সিলর এনামুল হক এমেল, খন্দকার বিল্লাল হোসেন সুমনসহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরগণ।

আর পড়তে পারেন