৩ বছর পর দলে ফিরলেন সাব্বির রহমান

স্পোর্টস ডেস্কঃ
তিন বছর পর জাতীয় দলে ফিরলেন সাব্বির রহমান রুম্মন। এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ জনের দলে রাখা হয়েছে মারকুটে এ ব্যাটারকে।
জাতীয় দলে সাব্বির সর্বশেষ খেলেছিলেন ২০১৯ সালে। ২১শে সেপ্টেম্বর চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের পর বাদ পড়েন জাতীয় দল থেকে।
এখন পর্যন্ত ৪৪ টি-টোয়েন্টি ম্যাচে ২৪.৮৯ গড় আর ১২০.৮১ স্ট্রাইকরেটে ৯৪৬ রান সংগ্রহ করেছেন সাব্বির। রয়েছে চারটি অর্ধশত।
দলে ফিরে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে সাব্বির লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান (ফিটনেস সাপেক্ষে) ও তাসকিন আহমেদ।