৭১’র বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত সমাধিস্থল রক্ষার দাবীতে মানববন্ধন
১৯৭১ সালের অন্তত ১৫জন বীর মুক্তিযোদ্ধার স্মৃতি বিজড়িত সমাধিস্থল কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী জগন্নাথদিঘীর পাড় গণকবরস্থান রক্ষার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (৭ই অক্টোবর) উপজেলার জগন্নাথদীঘির পাড় কবরস্থান রক্ষা কমিটির উদ্যোগে আদর্শগ্রাম, কেছকিমুড়া, আতাকরা, খাজুরিয়া ও নারানকরা গ্রামের নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে এলাকাবাসী মাস শিকার প্রতিযোগিতার নামে ঐতিহ্যবাহী জগন্নাথদীঘির পানি আটকে রাখার প্রতিবাদ জানান এবং অবিলম্বে অবৈধ মাছ শিকার প্রতিযোগীতা বন্ধের দাবী জানান।
বক্তারা আরও বলেন, প্রাচীনকাল থেকেই জগন্নাথদীঘির পাড় গণকবরস্থানে পাড়ের গুচ্ছগ্রামসহ আশ-পাশের বিভিন্ন গ্রামের মানুষ কবরস্থ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রয়োজনের অতিরিক্ত পানি আটকে রাখায় দীঘির উত্তর পাড়ে গণকবর ও আদর্শগ্রামের কিছু অংশে ভাঙন দেখা দিয়েছে। এ ব্যাপারে প্রশাসন বা দীঘির ইজারাদার কোন ব্যবস্থা নিচ্ছে না। উল্টো বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে। শিগগিরই গণকবর রক্ষায় প্রশাসনের নিকট জোরদাবি জানিয়েছে এলাকাবাসী।পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদিঘী অংশে বিক্ষোভ মিছিল করে।
সাবেক ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান বলেন, এই গণকবরস্থানে সমাধিত হয়েছেন ১৯৭১ সালের রণাঙ্গণের বহু মুক্তিযোদ্ধা। এদের মধ্যে রয়েছেন আতাকরা গ্রামের মোখলেছুর রহমান, ফজলুর রহমান, কেছকিমুড়ার আর্মি মমতাজ উদ্দিন, সিরাজ মিয়া, গুনবতীর মফিজুর রহমান, নাঙ্গলকোটের শাহজাহান, নোয়াখালীর সেনবাগের ফজলুর রহমানসহ নাম না জানা আরও ২-৩জন এবং চিওড়ার সাতবাড়িয়ার একই পরিবারের জনকে। বর্তমানে পাটি আটকিয়ে রাখার কারণে মুক্তিযোদ্ধাদের এসব কবরস্থানও ভেঙ্গে পড়ার আশংকা দেখা দিয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জয়নাল আবদিন, জাহাঙ্গীর হোসেন, শাহাজাহান মিয়া, রুবেল আহমেদ ও মোঃ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোরবান আলী, তৌহিদুল ইসলাম, সালমান রশিদ, কালা মিয়া, মমতাজ উদ্দিন, মোহাম্মদ সাদ্দাম, জালাল উদ্দিন, জয়নাল আবদীন, সুমন মিয়া, মোঃ টিপু, হোসেন মিয়া, দুলাল হোসেন, ছকিনা বেগম, সাজেদা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জগন্নাথদীঘির ইজাদার ফখরুল ইসলাম ফয়সাল বলেন, পহেলা বৈশাখ থেকে ৬ বছরের জন্য জগন্নাথদীঘি লিজ নেয়া হয়েছে। প্রশাসনিক সব নিয়ম মেনেই দীঘিতে মাছ চাষ চলছে ও দীঘিতে প্রয়োজনের অতিরিক্ত পানি নাই। মাছ ধরা ও চাষে আগ্রহ বাড়াতে ১০ অক্টোবর ‘বড়শি দিয়ে মাছ ধরা’ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এতে গণকবরস্থানের কোন ধরনের ক্ষতি হচ্ছে না। কবরস্থানের ক্ষতি আমার আগের ইজারাদারের সময়ে হয়েছে।










