রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অগ্নুৎপাতে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে রোনালদোর জার্সি নিলামে

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২১, ২০২১
news-image

 

স্পোর্টস ডেস্কঃ

ফুটবল বিশ্বের শাসক ক্রিস্টিয়ানো রোনালদোর মহানুভবতা অজানা নয় কারোর। সিংহহৃদয়ের অধিকারী রোনালদো হরহামেশাই দুস্থ-অসহায়দের বাড়িয়ে দেন সাহায্যের হাত। আরও একবার উদারতার স্বাক্ষর রাখলেন সিআরসেভেন। স্পেনের লা পালমা দ্বীপপুঞ্জে ঘটে গেছে ভয়াবহ এক অগ্ন্যুৎপাত। যাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার মানুষ। সেসব ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে ফান্ড জমা করার জন্য নিজের জাতীয় দলের জার্সি নিলামে তুলেছেন রোনালদো।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’ জানিয়েছে, জার্সিটির বিক্রয়লব্ধ অর্থ সরাসরি লা পালমায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেয়া হবে। আগামী ২৪শে ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হবে। ভক্তরা নিলামে অংশ নিতে পারবেন।

নিজের স্বাক্ষরখচিত জাতীয় দলের জার্সিটিতে লা পালমায় ক্ষতিগ্রস্তদের জন্য বার্তা লিখে দিয়েছেন রোনালদো, ‘লা পালমাকে আগ্নেয়গিরিও হারাতে পারবে না।
সুন্দর দ্বীপটির জন্য আমার সব সমর্থন রইল।’

তবে পর্তুগালের কোন ম্যাচের জার্সি রোনালদো নিলামে তুলেছেন, তা জানা যায়নি। জাতীয় দলের হয়ে রোনালদো সর্বশেষ খেলেছেন গত মাসে। সার্বিয়ার বিপক্ষে ম্যাচটি হারায় ২০২২ বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি পর্তুগাল।

বিভিন্ন সময়ে দুস্থ-অসহায়দের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন রোনালদো। ২০১৯ সালে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত মুসলমানদের ইফতারে জন্য দেড় মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি টাকা) দান করেন রোনালদো।

এর আগে ২০১২ সালে গোল্ডেন বুট বিক্রি করে ফিলিস্তিনিদের অর্থ দান করেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরের বছর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইসরায়েলি খেলোয়াড়দের সঙ্গে জার্সি বদলে অস্বীকৃতি জানান তিনি।

আর পড়তে পারেন