শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

অতিরিক্ত অটোবাইক ও সিএনজি স্কুটারে নাকাল চাঁদপুর শহরের জনসাধারণ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৪, ২০১৯
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর:
দেশের প্রথম ব্র্যান্ডিং জেলা ইলিশের বাড়ি চাঁদপুর। জেলা শহর এই চাঁদপুরে প্রতিনিয়ত লেগেই থাকে তীব্র যানজট। এর প্রধান কারন চাঁদপুর শহরে বৈধ অটোবাইকের পাশাপাশি অবৈধ অটোবাইকের দৌরাত্ম্য শহরে যানজট তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে শহরের শপথ চত্বর, পালবাজার মোড়, ছায়াবানি মোড় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত তীব্র যানজট লেগেই থাকে। অবৈধ অটোবাইকের কারণে এই যানজট কিছুতেই কমানো যাচ্ছে না।

এছাড়া রয়েছে রাস্তার পাশে দীর্ঘ সময় পার্কিং করে রাখা অটোবাইক ও সিএনজিচালিত অটোরিকশা। শনিবার (২৩ মার্চ) শহরের যানজটে পড়ে থাকা কয়েকজন অটোরিকশা চালক বলেন, শহরের আব্দুল করিম পাটওয়ারী সড়কের মেরামতের কাজ চলমান থাকায় রাস্তাটি বন্ধ রয়েছে। এই জন্য শহীদ মুক্তিযোদ্ধা সড়কে লেগে রয়েছে তীব্র যানজট। এদিন সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের নতুন বাজার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে শুরু করে কালিবাড়ি মোড়সহ প্রতিটি অলিতেগলিতে লেগে রয়েছে তীব্র যানজট৷ যানজটে আটকে পড়া কয়েকজনের সাথে কথা বললে বিরক্তি প্রকাশ করেছেন তারা। তাদের অভিযোগ, চাঁদপুর শহরের যানজট এখন নিত্যদিনের ঘটনা। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় এই যানজটে। দীর্ঘদিন ধরে শহরবাসী যানজটের দুর্ভোগে অতিষ্ঠ হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। যানজটের কারণে কর্মস্থলমুখী অনেকেই এখন গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ততম সড়ক এড়িয়ে চলছেন। তাতেও মিলছে না কাঙ্খিত সুফল। এখন অলিগলিতেও সর্বদাই জট বাঁধছে যানবাহনের। এর পাশাপাশি শনিবারের যানজটের কারনের মধ্যে রয়েছে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের আগের দিন এবং আব্দুল করিম পাটওয়ারী সড়কের কিছু অংশ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে শহরবাসীসহ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাধারণ যাত্রীদের।

আর পড়তে পারেন