বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অনূর্ধ্ব-২০ কোটিফ টুর্নামেন্টে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৯, ২০১৮
news-image

 

স্পোর্টস ডেস্কঃ
অবশেষে স্পেনে অনূর্ধ্ব-২০ কোটিফ টুর্নামেন্টে মেসির উত্তরসূরীদের হাতেই উঠল চ্যাম্পিয়ন শিরোপা। ফুটবলের এক পরাশক্তির নাম আর্জেন্টিনা। বিশ্বকাপের মতো আসরেও তারা টপ ফেবারিট থাকে। কিন্তু বিশ্বকাপে ভাগ্য সহায় না থাকলেও যুবারা ঠিকই শিরোপা জয় করলো।

ফাইনালে রাশিয়াকে ২-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ কোটিফ টুর্নামেন্টের শিরোপা জিতেছে লিওনেল মেসির উত্তরসূরীরা। ফাইনালটা হয়েছে ফাইনালের মতোই।  দলের পক্ষে গোল দুটি করেন ফাকুন্দো কলিদিও এবং অ্যালান মারিনেলি। রাশিয়ার ইগোর দিভিভ ম্যাচের ১১ মিনিটেই গোল করে বসেন। পরের মিনিটেই অবশ্য গোলটা শোধ করে দেন আর্জেন্টিনার কলিদিও। তবে দ্বিতীয়ার্ধে এসে দুই দলই লড়েছে সমানে সমান।

আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এমনকি অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও গোলের দেখা মেলেনি। দুই দলই যখন মানসিকভাবে পেনাল্টি শ্যুটআউটের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই আলবিসেলেস্তেদের আনন্দে ভাসান মারিনেলি। তার ওই গোলেই শিরোপা নিশ্চিত হয়ে যায় ছয়বারের চ্যাম্পিয়নদের।

আর পড়তে পারেন