শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

 অনেক চেষ্টা করেও পরীক্ষা জুটেনি কপালে, করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা শহরে মাওলানার মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৩, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:
অনেক চেষ্টা করেছেন করোনা পরীক্ষা করার জন্য। ঘুরেছেন কুমিল্লা মেডিকেল কলেজ , সদর হাসপাতাল সিটি কর্পোরেশনে। কিন্তু  ভাগ্যে জুটেনি করোনা পরীক্ষা।  অবশেষে  করোনা উপসর্গ নিয়ে না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা শহরের জানু মিয়া মসজিদ রোডের চেয়ারম্যান বাড়ির ৫ম তলায় বসবাসকারী মাওলানা আবদুর রাজ্জাক

বুধবার ( জুন) রাত সাড়ে টায় তিনি মারা গেছেন। তিনি নানুয়া দিঘির পাড়ের একটি বাসায় হেফজখানায় পড়াতেন।

মৃত্যুর আগে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগাযোগ করেন। তারা  সিভিল সার্জনের সাথে যোগাযোগ করার জন্য বলেন। সিভিল সার্জন আবার  সিটি করপোরেশনের দায়িত্বরত নারী চিকিৎসকের নাম্বার দিয়ে কথা বলতে বলেন।  সেই নাম্বারে দিনভর কল করে যোগাযোগ করতে পারেন নি।  পরে এক কাউন্সিলর যোগাযোগ করার পর নারী চিকিৎসককে ফোন করতে বলেন। দুইবার কল করার পর রিং হয় পরে তিনি সেটি বন্ধ করে দেন। এভাবে দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থ হন পরীক্ষা করতে। অবশেষে করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন এই মাওলানা

আর পড়তে পারেন