বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রামপুর-বাবুটিপাড়া সড়কের অসংখ্য গাছ কেটে বিক্রি করেছে প্রভাবশালী মহল

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১১, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১ নং বাবুটিপাড়া ইউনিয়নে দিনে-দুপুরে রামপুর-বাবুটিপাড়া এলজিইডি সড়কের দুই পাশের গাছ কেটে বিক্রি করে দিয়েছে প্রভাবশালী মহল। স্থানীয় একাধিক সূত্র জানায়, ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আরমান মিয়া ও তার লোকজন সড়কের গাছ কাটার ঘটনায় জড়িত।

তবে চেয়ারম্যান আরমান মিয়া এ বিষয়টি অস্বীকার করে বলেন, আমার সময়ে এ গাছ কাটা হয়নি। এখানে রাস্তার কাজ চলার সময় ঠিকাদাররা তা কেটেছে। এটা আগের চেয়ারম্যানের সময় হয়েছে।

এ বিষয়ে সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মুন্সির সমর্থিত লোকজন বলেন, জানুয়ারি মাসেই তো জাকির চেয়ারম্যানের দায়িত্ব শেষ হয়েছে। আরমান মিয়া চেয়ারম্যান হওয়ার পরেই সড়কের এসব গাছ কাটা হয়েছে।

তবে স্থানীয় সূত্র জানায়, প্রভাবশালীদের ভয়ে কেউ গাছ কাটার সময়ে কথা বলতে সাহস পায় নি। এভাবে সড়কের গাছগুলো কেটে নেওয়ার বিষয়টি খুবই দু:খজনক।