শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অন্ধতার জন্য অপেক্ষা

আজকের কুমিল্লা ডট কম :
মে ১০, ২০১৯
news-image

শেখ মুসলিমা মুনঃ

অপেক্ষার উঠোন জুড়ে মুক্তোর ঝড়-
আকাশ ভেঙে ছড়িয়ে পড়া খৈয়েদের লুটোপুটি,
স্ফটিক স্বচ্ছতায় ভেঙে চুরমার হিরকখন্ড,

জলরাশির মিহিদানা-
কী উজ্বলতায় আটখান আমার আঙিনা!

খসে পড়ে পুরোনো পলেস্তরা,

ধুয়ে যায় জমে থাকা মলিন ধুলোবালি-
শুস্কতার দুচোখে নামে অপার মাদকতা…

আর ভিজতে ভিজতে আমি ক্রমশঃ অন্ধ হতে থাকি!!

তবে কি জন্মাবধি প্রতিক্ষায় ছিলাম এই হিরন্ময় অন্ধতার ?

আর পড়তে পারেন