শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অবশেষে মুক্ত বাতাসে সঞ্জয় দত্ত

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৫, ২০১৬

Sanjay-Duttবিনোদন ডেস্ক: অবশেষে মুক্ত বাতাসে সঞ্জয় দত্ত। দীর্ঘ পাঁচ বছর কারাবাস শেষে বৃহস্পতিবার পুনের ইয়ারওয়াদা জেল থেকে মুক্তি পেলেন বলিউডের ‘মুন্না ভাই’ খ্যাত এই সুপারস্টার। মুম্বাইয়ে ১৯৯৩ সালে সিরিজ বোমা হামলায় ব্যবহৃত অস্ত্র কেনার দায়ে দণ্ডিত হয়েছিলেন তিনি।

ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটের দিকে সঞ্জয় দত্ত কারাগার থেকে বের হয়ে আসেন। বেরিয়ে কারাগারের দিকে ফিরে সাঁটানো পতাকায় স্যালুট করেন তিনি। কারাগার থেকে বেরিয়ে সেখানে অপেক্ষায় থাকা স্ত্রী মান্যতাকে নিয়ে পুনের বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘মুক্তির কোনো সহজ পথ নেই।’

কারমুক্তির খবরে বিমানবন্দরে এসে জড়ো হন সঞ্জয় দত্তের বন্ধু ও ভক্তরা। উপস্থিত ছিলেন সঞ্জয়ের আইনজীবী প্রদিপ রায়।

সঞ্জয়ের কারামুক্তিতে বিমানবন্দরে অপেক্ষমান স্ত্রী মান্যতা জানান, ‘আমি খুশি। দন্ড শেষ হওয়ায় এখন আর তার (সঞ্জয়ের) মাথার উপর কারাবাসের খড়ক নেই।’

পুনে বিমানবন্দরে সঞ্জুকে স্বাগত জানাতে আসেন পরিচালক রাজকুমার হিরানিও। তিনি বলেছেন, ‘সঞ্জয়ের ফেরাতে অবশ্যই আমরা খুশি।’
b
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান সঞ্জয় দত্ত। মুন্নাভাই খ্যাত বলিউডের এ অভিনেতা বলেন, ভক্তদের অব্যাহত সমর্থনের কারণেই আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি।

পরিবারের সদস্যরা জানিয়েছে, মুম্বাইয়ে পৌঁছানোর পর সঞ্জয় সরাসরি সিদ্ধিভিনায়ক মন্দিরে যাবেন। সেখান থেকে তিনি মেরিন লাইন স্টেশনের কাছে অবস্থিত বাদা কবরস্থানে যাবেন। সেখানে তার মা ও অভিনেত্রী নার্গিস সমাহিত আছেন। বাসায় ফিরে বাবার প্রতিকৃতির সামনে পূজা করবেন বলিউডের শক্তিমান এ অভিনেতা। তার আগমন উপলক্ষে বিভিন্ন পোস্টার-ব্যানারে সেজেছে তার বাড়িও।b1

মুম্বাই হামলায় ব্যবহৃত অস্ত্র কেনার দায়ে ১৯৯৩ সালের ১৯ এপ্রিল সঞ্জয় দত্তকে গ্রেপ্তার করে পুলিশ। তার এই অপরাধ একই বছরের মার্চে সিরিজ বোমা হামলায় দায়েরকৃত অস্ত্র ও বিস্ফোরক মামলার অন্তর্ভুক্ত করা হয়। তদন্ত ও দীর্ঘ শুনানি চলাকালে তিনি ১৮ মাস কারাগার ভোগ করেন। শুনানি শেষে আদালত সিরিজ বোমা হামলায় অভিযুক্ত এ অভিনেতাকে ৫ বছরের কারাদন্ডে দন্ডিত করে।

দেখুন ভিডিওতে :

আর পড়তে পারেন