বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অবশেষে সাম্পাওলি বরখাস্ত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৫, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্ট :
বরখাস্ত হলেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। বিশ্বকাপে দলের ব্যর্থতা কারণে তাকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে দলটির নতুন কোচের বিষয়ে কিছু জানায়নি দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

এই ছাঁটাইয়ের ফলে এএফএ’কে বিরাট লোকসান গুনতে হচ্ছে। কারণ তাকে ক্ষতিপূরণ বাবদ ১৪ মিলিয়ন ডলার প্রদান করতে হবে আর্জেন্টিনাকে। সাত কিস্তিতে এই অর্থ পরিশোধ করতে হবে।

২০১৭ সালের মে মাসে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেন সাম্পাওলি। তার অধীনে আর্জেন্টিনা ১৪টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ৭ ম্যাচ জয়, ড্র করেছে চারটি আর হেরেছে চারটিতে।

আর পড়তে পারেন