রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অশ্রুসিক্ত নয়নেই বিদায়ের ঘোষণা দিলেন তামিম ইকবাল

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৬, ২০২৩
news-image

 

স্পোর্টস ডেস্কঃ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়ে দিলেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হতাশাজনক হারের পর আচমকা ব্যক্তিগত সংবাদ সম্মেলন ডেকেছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেখানেই অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম।

আজ দুপুর দেড়টায় চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলনে তামিম তার অবসরের ঘোষণা দেন। নিজের ঘরের মাঠেই ক্যারিয়ারের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলে ফেলেছেন বলে জানান চট্টলার বিখ্যাত খান পরিবারের সন্তান। তামিম বলেন, ‘আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’

আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর আজ ব্যক্তিগত উদ্যোগে সংবাদ সম্মেলন ডেকেছিলেন তামিম। দুপুর ১২টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলে হঠাৎ করে সেটি পিছিয়ে দুপুর দেড়টায় নতুন সময় নির্ধারণ করা হয়।

তামিমের সংবাদ সম্মেলনের ঘোষণা শুনেই আশঙ্কা করা যাচ্ছিলো বড় কিছুর ঘোষণা আসতে চলেছে। এবার সেই আশঙ্কা সত্যি করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম।

দেড়টা বাজার আগ থেকেই সংবাদ সম্মেলনের ভেন্যু চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনের বাইরে বাড়তে ছিলো ভক্ত-সমর্থক আর সাংবাদিকদের আনাগোনা। নির্ধারিত সময়েই হোটেলে হাজির হন তামিম। সংবাদ সম্মেলন শুরু হলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দেন চট্টগ্রামের ঘরের ছেলে। অবসরের ঘোষণা দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন চট্টলার ‘খান সাহেব’।

১৮ মিনিটের বক্তব্যের শুরুতেই তামিম বলেন, ‘গতকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই আমার শেষ আন্তর্জাতিক খেলা। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই মুহূর্তে অবসরের ঘোষণা দিলাম। এই সিদ্ধান্তটি আমি হুট করে নেইনি। আমি গত কয়েকদিন থেকে এটা ভাবছিলাম। আমি আমি পরিবারের সঙ্গেও কথা বলেছি। আমি মনে করি এটাই সঠিক সময় সিদ্ধান্ত নেওয়ার।’

কান্নাভেজা কণ্ঠে তামিম সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘আমি সবসময়ই একটা বলেছি, আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্নপূরণ করার জন্য। আমি জানি না তাকে কতটা গর্বিত করতে পেরেছি এই ১৬ বছরে।’

নিজের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকার জন্য কোচ, বিসিবি কর্মকর্তাদের থেকে শুরু করে সতীর্থদের ধন্যবাদ জানান তামিম। বলেন, ‘ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যারা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সব সময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে।

যতক্ষণ মাঠে খেলেছেন ততক্ষণ দেশের জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছেন জানিয়ে তামিম বলেন , ‘আসলে আমার খুব বেশি কিছু বলার নেই। আমি একটা জিনিসই বলতে চাই, সেটি হলো, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি ভালো খেলার। আমি আসলেই নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। আমি যখনই মাঠে নেমেছি, আমি আমার শতভাগ দিয়েছি।’

অবসরের পর বাকি জীবনের জন্য ভক্ত-সমর্থকসহ সকলের কাছে দোয়া চেয়ে তামিম বলেন, ‘জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে দোয়া চাই। সবাইকে আবারও ধন্যবাদ।’

আর পড়তে পারেন