রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন মুনতাকিম আশরাফ টিটু

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২১, ২০২৩
news-image

চান্দিনা প্রতিনিধি:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সিআইপি। সোমবার (২০ নভেম্বর) বিকেলে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর আগে রবিবার তিনি দলের মনোনয়ন পত্র সংগ্রহ করেন। মুনতাকিম আশরাফ টিটু ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান পরিচালক। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চান্দিনা উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন ফরম জমা দিলেন তিনি।

মুনতাকিম আশরাফ টিটু সাবেক ডেপুটি স্পিকার ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পাঁচ বারের সংসদ সদস্য মরহুম অধ্যাপক আলী আশরাফ এর ছেলে। টিটু দীর্ঘদিন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

মনোনয়ন পত্র জমা দিয়ে তিনি উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের বলেন- ‘স্থানীয় সংসদ সদস্য স্থানীয় সব নির্বাচনে নৌকার বিরোধীতা করেছেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও নির্যাতন করেন।

চান্দিনা উপজেলা, পৌরসভা, সকল ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ আমরা ঐক্যবদ্ধ আছি। আমি আশাবাদী জননেত্রী শেখ হাসিনা তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে আমাকেই নৌকা দিবেন।’

২০২১ সালে ৩০ শে জুলাই আলহাজ্ব অধ্যাপক আলী আশরাফ এর মৃত্যুর পর আসনটি শূন্য হলে উপ-নির্বাচনেও মনোনয়ন প্রত্যাশী ছিলেন মুনতাকিম আশরাফ টিটু। ওই সময় আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে আসনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ মমতাজ, মো. দেলোয়ার হোসেন সিআইপি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মাস্টার, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তুহিন, অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়া, সাইফুল ইসলাম মজুমদার শিপন চেয়ারম্যান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহবায়ক জহিরুল ইসলাম মুন্সী, উপজেলা আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবি ছিদ্দিক, শ্রম বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর আবদুর রব, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবদুস ছালাম, মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অহিদ উল্লাহ, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সেলিম ভুঁইয়া, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, কেরনখাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হারুনুর রশিদ, মহিচাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবু মুছা মজুমদার, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ইমাম হোসেন ফরিদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, এতবারপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক একেএম মামুনুর রশিদ আবু, শুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইমাম হোসেন সরকার, কাউন্সিলর কাজী তোফায়েল আহমেদ জনি, নাজমুল হাসান রোমেল, পৌর যুবলীগ সভাপতি মো. জাকির হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাজী ইয়াসিন আহমেদ অভি প্রমুখ।

আর পড়তে পারেন