শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমি মুজিবের ভক্ত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৪, ২০১৯
news-image

 

মোঃ নাসির হোসেনঃ

আজও আমি মিছিলে

বজ্র ধ্বনি শুনি

আমার ভেঙে যাওয়া স্বপ্নগুলি

আবার নতুন করে বুনি।

অধিকারের দাবিতে যে

ঢেলেছে তাজা রক্ত

আমি জাতির জনক বঙ্গবন্ধু

শেখ মুজিবের ভক্ত।

অত্যাচারীর বিরুদ্ধে যে

করেছিল সংগ্রাম

আজও আমি নিরদ্বিধায়

বলি শেখ মুজিবের নাম।

একাত্তরে যার হুংকারে

যুদ্ধে নেমেছে সাত কোটি প্রাণ

মুক্তির গান গেয়েছিলে তুমি

শিল্পী শেখ মুজিবুর রহমান।

এ বিশ্ব আজ তোমার নামে

হৃদয়ে জ্বেলেছে মোমবাতি

নিভাতে পারবেনা কোনো শকুন,

রাক্ষস, দানবের নাতি।

রেসকোর্সের সেই বজ্র ধ্বনি

আজও শুনি কানে

তুমি বলেছিলে-

“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”

স্ফুলিঙ্গ থেকে দাবানল

দাবানল থেকে বাংলাদেশ

তোমার ক্ষয় নাই,

তোমার কৃর্তির হবেনা শেষ।

বাংলাকে চিনার আগে তোমায় চিনেছি,

মম বক্ষে তোমায় লালন করেছি।

তাইতো কেঁদেছি দেখে তোমার রক্ত,

আমিযে শেখ মুজিবের ভক্ত।

–মোঃ নাসির হোসেন

কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়

আর পড়তে পারেন