ইউনিটি ফাউন্ডেশন ২০০১ ব্যাচের উদ্যোগে দ্বিতীয় ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন
স্টাফ রিপোর্টার:
ইউনিটি ফাউন্ডেশন ২০০১ ব্যাচের উদ্যোগে দ্বিতীয় ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ৬ দলের ছয় অধিনায়কের উপস্থিতিতে এ জার্সি উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা টাইটান্সের অধিনায়ক মামুন আব্দুল্লাহ, সহ অধিনায়ক নাভিন, কুমিল্লা গ্ল্যাডিয়েটরস অধিনায়ক আনোয়ার আনোয়ার হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর অধিনায়ক মোহাম্মদ মামুন, কুমিল্লা কিংসের প্রতিনিধি ইরফান, কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক কার্তিক চন্দ, কুমিল্লা ফাইটারস এর অধিনায়ক ছোটন ও প্রতিনিধি আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া ইমতিয়াজ আহমেদ জিতু, নুরুদ্দিন, শাহ ইমরান, এডভোকেট সাইফুল, আলমগীর কবির উপস্থিত ছিলেন।











