শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে বাসে আগুন :আজ খালেদা জিয়ার জামিন শুনানি

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৩০, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আটজনকে পুড়িয়ে হত্যা মামলায় হুকুমের আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।

রোববার কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতের বিচারক গোলাম মাহবুব খানের আদালতে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ২০ সেপ্টেম্বর একই আদালতে জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। সেদিন আসামিপক্ষ জামিন শুনানিতে অংশ নেয়। কিন্তু রাষ্ট্রপক্ষ অধিকতর শুনানির জন্য সময় চাইলে বিচারক ৩০ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

একই মামলায় তুহিন নামে অপর এক ছাত্রদল নেতার জামিন নামঞ্জুর করেন বিচারক।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট কাইমুল হক রিংকুসহ ২০/২৫ জন আইনজীবী শুনানিতে অংশ নেন।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামের জগমোহনপুরে বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে অগ্নিদগ্ধ হয়ে আট ব্যক্তি নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

আর পড়তে পারেন