শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইসমাইল স্বজনের কাছে ফিরতে চায়

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৭, ২০১৭
news-image

 

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর :
মতলবের আঞ্চলিক ভাষায় কথা বলে, এমন এক শিশুকে খুঁজে পেয়েছে সিলেট জেলা প্রশাসন। সাত বছরের এই শিশুটির নাম ইসমাইল হোসেন।

বাবা রফিকুল ইসলাম ও মায়ের সালমা বেগম। তবে শিশুটি বাবা মায়ের নাম ছাড়াও সে যে মাদ্রাসায় পড়তো এবং কয়েকজন আত্মীয়ের নাম বলতে পারে। তবে পূর্ণাঙ্গ ঠিকানা বলতে পারছে না। এই বিষয় শিশুটির প্রকৃত অভিভাবককে যোগাযোগ করতে অনুরোধ করেছেন, চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল।

চাঁদপুরের জেলা প্রশাসক আরো জানান, তার বাবা মা ছোট একভাই রিফাত, চাচা রিপন এবং তার মাদ্রাসার হুজুরের নাম মোস্তফা এই পর্যন্ত বলতে পারে। সে বর্তমানে সিলেট জেলা প্রশাসনের হাতে নিরাপদে রয়েছে। ইতিমধ্যে সিলেট জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা শিশুটিকে ফিরিয়ে দিতে চাঁদপুরে যোগাযোগ করে তার ছবি সরবরাহ করেছেন। তারা আরো জানিয়েছেন, চাঁদপুরের মতলবের আঞ্চলিক ভাষায় সাত বছরের এই শিশুটি কথা বলছে। তাই প্রকৃত অভিভাবককে শিশুটিকে ফিরিয়ে নিতে একান্ত অনুরোধ করেছেন আব্দুস সবুর মন্ডল।

আর পড়তে পারেন