বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৫০ জন

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৫, ২০২১
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
করোনা ভাইরাসে চাঁদপুরে নতুন করে আরো ৪জন আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যাক্তিরা চাঁদপুর সদরে ১ জন, হাজীগঞ্জে ১ জন, কচুয়ায় ১ জন ও ফরিদগঞ্জে ১ জন। এ পর্যন্ত চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭শ’ ছাড়িয়েছে।

রবিবার (২৪ জানুয়ারি) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ২ হাজার ৭৫০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৯৮ জন। বাকী ৬৫ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৮৭ জনের মধ্যে চাঁদপুর সদরে ২৭, ফরিদগঞ্জে ১৪, হাজীগঞ্জে ১৭ জন, শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৪ জন ও হাইমচরে ১ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানা যায়, রবিবার (২৪ জানুয়ারি) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২ হাজার ৭৫০ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১ হাজার ১৯৪, হাইমচরে ১৭২, মতলব উত্তরে ২০৬, মতলব দক্ষিণে ২৯৭, ফরিদগঞ্জে ৩০৩, হাজীগঞ্জে ২৩১, কচুয়ায় ৯৫ ও শাহরাস্তিতে ২৫২ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ রবিবার এক প্রেস নোটে জানান, এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৮৩৯ টি। এর বিপরীতে রিপোর্ট এসেছে ১৫ হাজার ৭৯৪ টি। অপেক্ষমান রিপোর্ট ৪৫ টি। তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১ হাজার ৯০৯ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৯৯ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১০জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১৪ হাজার ২৬১ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৩ হাজার ৬৬৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৯৪ জন।

আর পড়তে পারেন