শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদ আনন্দ নেই কুমিল্লায় ভাসমান নিম্নবিত্ত শ্রেণিতে

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৫, ২০১৭
news-image

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
প্রতিবছর ঈদের আগমন ঘটে হাসি, আনন্দ আর ভালবাসা নিয়ে। এ আনন্দ আর ভালবাসা
চক্রাকারে ঘূর্ণায়মান একটি বিশেষ শ্রেণির মধ্যে। ঈদের এ হাসি আর আনন্দ
থেকে বঞ্চিত হয় পথ শিশু, টোকাই, ভবঘুরে, ভাসমান মানুষ জনগোষ্ঠী । তাদের
জীবেনে ঈদের আনন্দ একটি সোনালী স্বপ্ন। তাই সমাজের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত
শ্রেণি যখন ঈদের আনন্দে গেয়ে উঠে রমযানের ওই রোযার শেষে এলো খুশির
ঈদ…….।  তখন তারা অশ্রসিক্ত নয়নে হতাশা কন্ঠে বলে উঠে রমযানের ওই
রোযার শেষে ঈদ আসেনা মোদের ঘরে।
কুমিল্লা জেলাজুড়ে বিভিন্ন উপজেলা, মহাসড়কের পাশে, বিভিন্ন রেলস্টেশন,
বাসস্ট্যান্ডের পাশে বসবাস করছে বিশাল এ নি¤œবিত্ত শ্রেণিটি। যারা ভাসমান
শ্রেণি হিসেবে পরিচিত। যাদের সংখ্যা বিভিন্ন সূত্রমতে, প্রায় কয়েক
লক্ষাধিক।
সরেজমিনে ঘুরে দেখা যায়, কুমিল্লা শাসনগাছা রেল স্টেশনের প্লাটফরম,
লাকসাম রেলস্টেশন, কান্দিরপাড়ের  ট্রাফিক মোড়, টাউনহল, কুমিল্লা পার্ক,
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনেসহ বিভিন্ন জায়গায় হাজার হাজার
পথচারী শিশু ও ভাসমান মানুষ জীবনযাপন করছে। যাদের জীবনে ঈদ মানেই
দুঃস্বপ্ন। ঈদের আনন্দ তাদের স্পর্শ করে না।
কুমিল্লা টাউনহলে আলাউদ্দিন (৬) নামের এক পথশিশু জানায়, আমরা রাস্তায়
থাকি, তাই সবাই আমাদের ঘৃণা করে, কেউ আমাদের তেমন সহযোগিতা করেনা। আমি আর
আমার বোন (৯) ভিক্ষা করে টাকা জমা করছি ঈদের পোষাক কেনার জন্য। খুব কম
সময়ই আমাদের দিনে এক বেলা খাবার জোটে। টাউনহলের মুক্তমঞ্চে গাদাগাদি করে
কুকুরের সাথে একত্রে তাদের রাতযাপন হয়। তাই ঈদ তাদের জীবনে খুশির বার্তা
বয়ে আনতে পারে না।


কুমিল্লায় অসংখ্য পথশিশু, টোকাই, ভাসমান মানুষগুলো এ ঈদের আনন্দ থেকে
বঞ্চিত হচ্ছে। অথচ এই ঈদের মর্মবাণী হচ্ছে বিশ্বব্যাপী ভ্রাতৃত্ব
প্রতিষ্ঠা করা।
কুমিল্লা রেল স্টেশনের প্লাটফরমে দিনযাপনকারী ১০ বছরের একটি মেয়ে
প্রতিবেদককে জানায়, সমাজের অন্যান্য শিশুর মত আমিও বাঁচতে চাই,কিন্তু
পারিনা। ঈদ আমাদের জন্য নয়,এটা ধনীদের জন্য। প্লাটফরমে দিনযাপনকারী আরিফ
নামের একটি ছেলে জানায়, আমরা ৭ বন্ধু প্রতি রাতে এখানে ঘুমাই। ঈদে যখন
অন্যান্য শিশুরা নতুন পোষাক পড়ে তখন আমরা চোখের জল ফেলি। মানুষজন
আমাদেরকে টোকাই বলে, চোর বলে, দুর সড় বলে। খুব খারাপ লাগে এসব। এসব
শিশুরা খুব কম সংখ্যকই তাদের মাবাবাকে জানে, তাদের অধিকাংশই তাদের
মাবাবাকে চিনেনা এবং মা বাবা কোথায় থাকে তাও জানেনা। কিন্তু আসল সত্য এ
সকল শিশুরা আমাদেরই কারো না কারো ভাই-বোন,ছেলে-মেয়ে। এসব ছেলেরাই বড় হয়ে
সন্ত্রাসী বনে যায়। এর পেছনে কারন, তারা আদর ভালবাসা পায়নি,তাদের প্রতি
কেউ সাহায্যের হাত বাড়াইনি।
ঈদের আনন্দ স্পর্শ করছেনা ভবঘুরেদের। যেমন সদর দক্ষিণে রাস্তার পাশে
বসবাস করছে ১৮টি মুসলিম পরিবার। যারা জানেনা ঈদ কখন আসে,আর কখন যায়।
এখানে প্রায় ৫৪ জন মানুষ তাবু টাঙ্গিয়ে খোলা আকাশের নিচে বাস করে। এদের
শিশুরা কখনো স্কুলে যায়না। কারণ তাদের টাকা নেই। দ্বিতীয়ত, এক জায়গায়
স্থায়ী ভাবে বসবাস করেনা বিধায় তাদের নির্দিষ্ট কোন পরিচয় নেই। এখানে কথা
হয়,জামাল নামের এক লোকের সাথে। তিনি জানান, এবারের রোযায় বেশিরভাগ দিনই
পানি খেয়ে রোযা রেখেছি। ইফতারের সময় ৫ টাকার মুড়ি ৬ জনে মিলে ভাগ করে
খাই। অনেক সময় তাও মিলেনা। ঈদ তো আমাদের জন্য। ঈদ ধনীদের জন্য। ঈদের দিন
সকালে বের হ্ব। মসজিদের সামনে গিয়ে দাড়াবো । দেখি কত পাই। তারপর তা দিয়ে
চাল কিনব। ঈদ কি আমাদের সন্তানরা তা টেরই পায়না। এমন অবস্থা কুমিল্লার
হাজার হাজার পথশিশু,ভাসমান ও ভিক্ষুক শ্রেণির মানুষের,যারা ঈদের আনন্দের
র্স্পশ টেরই পায়না।
কিছু কিছু সংগঠন পথশিশু, ভিক্ষুকদের পোষাক , খাবার সরবরাহ করলেও
বেশিরভাগই বঞ্চিত হচ্ছে ঈদ আনন্দ থেকে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন কমিশনের নির্বাহী সদস্য সাংবাদিক ইয়াসমিন
রীমা জানান, সমাজের ধনী ও বিত্তবান সচেতন অংশের উচিত এ সকল সুবিধা বঞ্চিত
শিশুদের পুর্নবাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা এবং এসব শিশুদের সহযোগিতার
জন্য এগিয়ে আসা।

আর পড়তে পারেন