শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদ উপলক্ষে দাউদকান্দিতে ভিজিএফ’র চাল বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৩, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:
ঈদুল ফিতর উপলক্ষে দাউদকান্দির অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী।

সুবিধাভোগীর উদ্দেশ্যে তিনি বলেন, ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ’র চাল আপনাদের হাতে তুলে দিতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন আছেন এদেশে কেউ গৃহহীন ও খাদ্যহীন থাকবে না ইনশাল্লাহ। এখন বাংলাদেশে কেউ অভুক্ত নেই। প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রমে দেশ আজ এগিয়ে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে দাউদকান্দির ১৫টি ইউনিয়নে ভিজিএফ কার্ডের তালিকাভুক্ত ১৭ হাজার ৩৩৫টি অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারকে ১০কেজি করে চাল প্রদান করা হয়।

আর পড়তে পারেন