শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

উচ্চ আদালতের নির্দেশে পূর্ণবহাল রইলো কুমিল্লা ল’ কলেজের পরীক্ষা কেন্দ্র

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৩০, ২০১৮
news-image

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা আইন কলেজের পরীক্ষা কেন্দ্র হবে ঢাকায়। গত ১৬ জানুয়ারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির এমন সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে গোটা কুমিল্লা। আইন কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এমন অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে একটি মামলা দায়ের করেন। পরে উচ্চ আদালত শিক্ষার্থীদের পক্ষে রায় দেন। এ খবরে কুমিল্লা আইন কলেজের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে আনন্দে আত্মহারা হয়ে উঠে কলেজ প্রাঙ্গনে মিষ্টি বিতরণ করেন।

জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের একক সিদ্ধান্তে কুমিল্লা আইন কলেজের ফাইনাল পরীক্ষার কেন্দ্র ঢাকায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত হয়। গত ১৬ জানুয়ারী ভিসির এমন সিদ্ধান্তের প্রতিবাদে কুমিল্লা আইন কলেজের প্রথম বর্ষের পরীক্ষার্থী তোফায়েল আহমেদ উচ্চ আদালতে রিট দায়ের করেন। রিট করার সময় আইন কলেজের প্রথম বর্ষের পরীক্ষার্থী মো: আবুল কালাম, মোহাম্মদ উল্লাহ ফয়সাল, গোলাম আজম তরুণ, তারেক আজিম রাজন, মো: রাশেদুল আনোয়ার বাঁধন, এনায়েত হোসেন নাজিম, শওকত আলী উপস্থিত থাকেন। এছাড়াও পরীক্ষাকেন্দ্র কুমিল্লায় রাখার দাবী সার্বিকভাবে সহযোগীতা করেন প্রথম বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রাতুল।

পরে গত ২৯ জানুয়ারী সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু উচ্চ আদালতে মামলাটি উত্থাপন করলে উচ্চ আদালত শিক্ষার্থীদের পক্ষে রায় ঘোষণা করেন।

আর পড়তে পারেন