বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের আশংকায় তিতাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৫, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের আশংকায় কুমিল্লার তিতাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রাশাসন।

আজ শুক্রবার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগের বিদ্রোহী প্রার্থী পারভেজ হোসেন সরকার এলাকায় আসার খবরে স্থানীয় আ’লীগের দু’টি গ্রুপের টানটান উত্তেজনা বিরাজ করছিলো। যেকোনো সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকা করছিলেন স্থানীয়রা। ফলে উপজেলার গাজীপুর, বাতাকান্দি জিয়ারকান্দি সেতু এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে প্রশাসন।

তবে সকাল ঢাকা থেকে সকালে আসার কথা থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট থাকায় দুপুর পর্যন্ত তিতাসে এসে পৌছতে পারেননি পারভেজ সরকার।

তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম জানান, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই প্লাটুন অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকের পুলিশও টহলে রয়েছে। উল্লেখ্য যে প্রায় দেড় বছর আগে বাতাকান্দি বাজারে গুলাগুলির পর এলাকা ছাড়া ছিলেন এই নেতা।

আর পড়তে পারেন