শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী আলী আকবর

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৩, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

 কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামিলীগের অর্থ বিষয়ক সম্পাদক, সিভিক ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান, মেট্রিক্স ফুডস লিঃ এর এমডি ও হোটেল নূর মহলের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আলী আকবর পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।

আওয়ামীলীগের নিবেদিত প্রাণ নেতা আলী আকবর, উপজেলার ১নং কালির বাজার ইউনিয়ন পরিষদের টানা ৪ বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান হাজী সেকান্দর আলী ও বিশিষ্ট ব্যাবসায়ী ধনুয়াখোলা আদর্শ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম এর ছোট ভাই।

আদর্শ সদর উপজেলা পরিষদে নৌকা প্রতীক প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী আলী আকবর বলেন, ‘ উপজেলার জনগণ চাইলে এবং আমার সংগঠন থেকে দলীয় ভাবে মনোনয়ন দিলে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নির্বাচন অংশগ্রহণ করে জনগনের সেবা করতে চাই। সেই সাথে কুমিল্লা সদর উপজেলার উন্নয়নে শরিক হয়ে আধুনিক ও মডেল উপজেলা গঠনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে তরান্বিত করতে চাই।’ প্রবাসী অধ্যুষিত কালির বাজার ইউপি এলাকার ধনুয়াখোলা আদর্শ গ্রামের কৃতি সন্তান করফুলের নেসা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক আলী আকবর আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

উল্লেখ্য, কুমিল্লা আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পঞ্চম ধাপে এ দুই উপজেলায় আগামী ১৮ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর এসব উপজেলায় মনোনয়নপত্র জমার শেষ দিন ২১ মে। গত ৯ মে ইসির যুগ্ম-সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান। ইসি সচিবালেয়ের সচিব হেলালুদ্দীন আহমদ জানান,‘বেশিরভাগ উপজেলায় ইলেক্ট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। এটিই শেষ ধাপ নয়। অক্টোবরে আরেকটি ধাপের নির্বাচন হবে। যদিও শেষ ধাপে অল্প কয়েকটি উপজেলায় ভোটের মাধ্যমে পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচন শেষ হবে।’ জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা জেলার ১৭ উপজেলার মধ্যে মেয়াদ শেষ হওয়া ১৫ উপজেলায় নির্বাচনের উদ্যোগ নেয়। ইতিমধ্যে চতুর্থ ধাপে কুমিল্লার ১৩ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দাউদকান্দি ও লালমাই উপজেলা পরিষদ এর গত নির্বাচন পরে হওয়ায় মেয়াদ রয়েছে তাই এ দুই উপজেলায় নির্বাচন পরে হবে। কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণে ৫ম ধাপে তফসিল ঘোষিত হয়েছে।

আর পড়তে পারেন