রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এদেশের মানুষ ভালো নেই, ভালো আছে শোষক দলের লোক: কুমিল্লায় জি এম কাদের

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৩, ২০২৩
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেন, এদেশের সাধারণ মানুষ ভালো নেই, ভালো আছে শুধু শোষক দলের লোক। সরকার দেশটাকে দুইভাগে ভাগ করেছে। একটা হলো শাসক, তারা শোষন করছে, আরেকটা হলো শাসিত, তাদেরকে শোষণ করা হচ্ছে। শাসকদলের লোকজন বিদেশে বাড়িগাড়ি করছে। এসব করে বৈষম্য সৃষ্টি করছে সরকার। যে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, বর্তমান সরকার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে আবার সেই বৈষম্য সৃষ্টি করেছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় কুমিল্লার তিতাস উপজেলায় জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এদেশের মানুষ ভালো নেই, ভালো আছে শোষক দলের লোক: কুমিল্লায় জি এম কাদের

কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক এমপি আমির হোসেন ভুইয়ার সভাপতিত্ব জাপা চেয়ারম্যান আরো বলেন, সরকার সাইবার সিকিউরিটি আইনের মাধ্যমে জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে।

বিশেষ অতিথি পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরী করতে করতে হবে। যেমন তেমন পরিবেশে নির্বাচন দিবেন, সেটা এদেশের জনগণ মেনে নিবে না।

আমরা সংঘাত চাই না, সংঘাত হলে দেশের মানুষের দূর্ভোগ হবে, কষ্ট হবে। আমরা চাই সংলাপ, আমরা চাই সংলাপের মাধ্যমে আগামী নির্বাচনকে স্বচ্ছ করতে হবে, নিরপেক্ষ করতে হবে এবং সুষ্ঠু নির্বাচন আমরা চাই। কারন নির্বচানই হচ্ছে একমাত্র উপায় ক্ষমতা বদলের।

বিশেষ অতিথি জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দিবে। জাতীয় পার্টি আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না।

সম্মেলনে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি আমির হোসেন ভূইয়াকে জেলার সভাপতি ঘোষণা করেন।

আর পড়তে পারেন