রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: আমরা আনিব আলোর প্রভাত

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৬, ২০২২
news-image

রেজাউল করিম( সাকিব):

আমি গান গাইবো
আমি সুরে সুরে ছন্দে ছন্দে উড়বো
আমি মাথা উচু করে বাঁচবো
আমি সত্যের পথের পথিক হবো
আমি বিদ্রোহী
যে আমার সত্যকে মাটি চাপা দিবে
আমি সত্যের গান গাইতে গাইতে
মাথা উচু করে তার সাথে লড়বো।

সত্য যদি পরাজিহ হয়,
আমি পরাজিত নই।
জানি সে যে মাটিতে সত্যের বীজ লুকিয়েছে
সে একদিন বৃক্ষ রূপে এই পৃথিবীর বুকে
সত্যের গান গাইবে

মরে না সত্য
মরে না সত্য চেনা বিদ্রোহী বালক
ভয় নেই মোর বুকে, সত্য সুন্দর পথে
আমি গাইবো মাথা উচু করে
ভয়কে জয় করে

আমি ছন্দে ছন্দে চলিবো
গান গাইতে গাইতে লড়বো
ভয় নেই মোর বুকে
কোন মিথ্যা আমার সাথে লড়বে
এক হাতে সত্যের ডাল
অন্য হাতে তরোয়াল
বুকে নেই মৃত্যু ভয়
কে লড়বে আস সত্যের সাথে

চারদিকে ভীতু মিথ্যার দল
কয় এক জন সত্য চেনা প্রতিবাদী চল

আজ আসুক ঝড়
উঠুক সমুদ্রের ঢেউ

আসুক যত অন্ধকার
আমরা আনিব আলোর প্রভাত

আমরা গান গাইবো
আমরা সুরে সুরে ছন্দে ছন্দে উড়বো
আমরাই মাথা উচু করে বাঁচবো

আর পড়তে পারেন