সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: একুশের তর্জনী

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২০, ২০২৩
news-image

এ কে সরকার শাওন:

ভাষা বীরদের অমর কীর্তি
শুনেছি মায়ের মুখে!
মন হেসেছে বীরত্ব গাথায়
হৃদয় কেঁপেছে দুখে!

বিজাতি উর্দু রাষ্ট্র ভাষা
মাতৃভাষা বাংলা নির্বাসনে;
“না” ধ্বনিতে উত্তোলিত তর্জনি
প্রতিবাদ জিন্নার সামনে!

বাঙ্গালীর রক্তচোষা পাকি
অত্যাচারীদের মুখে নুন!
জিন্না নাজিম বেজায় নাখোশ
জ্বলে তেলে বেগুন!

দাও কার্ফিউ ১৪৪ ধারা
মাটিতে মিশাও আন্দোলন!
‘৫২ এর ২১ ফেব্রুয়ারী
দুঃশাসকদের কি আস্ফালন!

রুখতে হবে এ অন্যায়
বাঙ্গালীর নেই ভিন্নপথ!
ঢাকা হলে গভীর রাতে
১৪৪ ধারা ভাঙ্গার মত!

আট ফাগুনে দশ দশ জনে
ছাত্রদের শান্ত খন্ড মিছিল!
শান্তির পায়রা গুলিতে ঝাঁঝরা
রাজপথ রক্তের ঝিল!

মায়ের অপাঙ্গে স্রোতস্বতী
স্বল্পালোকেও চিকচিক!
দামাল ছেলেরা রেগে উন্মত্ত
প্রতিবাদে উত্তাল চারদিক!

সবার মনে জলে জঙ্গলে
দমকা লু হাওয়ায় বয়!
ফুলদলেও আগুন ঝরে
পুরো শরীর আগুনময়!

বিক্ষোভের স্ফুলিঙ্গ ডালে ডালে
আপামর জনতা অগ্নিমূর্তি!
আকাশ বাতাস প্রকম্পিত
রক্তের সাজে ধরতী!

রক্তকাঞ্চনের ফুলদলে
প্রজাপতিরা শোকে মুূহ্যমান!
কোকিল ময়না দোয়েল শালিক
গাইছে শোকের স্লোগান!

অরণ্যে অগ্নিশিখার লাল
সেনারাও বাজায় দামামা
খেয়ালী বাউল ভাবুকও ক্ষেপেছে
শালা পাকিদের নাই ক্ষমা!

ভাষা সৈনিকের তেজস্বী তর্জনী
ঝলসে ওঠা তলোয়ার!
পাকি শাসনের কবর রচিলো
পথ দেখালো স্বাধীকার!

আর পড়তে পারেন