শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: তৃপ্তি

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৮, ২০২২
news-image

রেজাউল করিম(সাকিব):

ঝিঝি ডাকে
পাখিরা ঘুমায় নীড়ে
রাতের মায়া চাঁদের আলোতে
হুতুম পেঁচা ডাকে
জোনাক মিটিমিটি আলোয় উড়ে
গাছেরা ঘুমিয়ে থাকে
নৈঃশব্দ্য নিরব বাতাসে।

রাতের আকাশে তারারা
কতইনা মুগ্ধ করে
রাতের মিটিমিটি আলো হয়ে
পৃথিবীর সকল রঙ সাদা কালোয়
এক মায়াবী রূপ ধারণ করে।

রাতের জোছনায়
প্রকৃতির এক মুগ্ধ রূপে
এক কবি খুজে পায়
এই সুন্দর রূপের স্রষ্টাকে
চুপি সারে পুকুর পাড়ের ঘাটে বসে
রাতে মুগ্ধ রূপে গভীর রাতে
মুগ্ধ রূপে পুকুর পাড়ে অযু করে
মহান স্রষ্টা আল্লাহকে স্মরণ করে
প্রতিটি সেজদায় সে সকল তৃপ্তি খুজে পায়
তাকে এবং সকল সুন্দরের স্রষ্টাকে সেজদা করে
সকল রঙ যখন নিভে যায় অন্ধকারে
চাঁদের আলোর মতো তার আত্মা আলো খুজে পায়
সকল প্রসংশা যখন আল্লাহ সে যখন বুঝতে পারে
তখন তাকে মুগ্ধ করে হাসনাহেনা, গন্ধরাজ, বেলি ঘ্রাণে ।

আর পড়তে পারেন